নতুন বছর
আসগার আলি মণ্ডল
রাত শেষেতে নাড়বে কড়া
সুখের নতুন ভোর
যাক মুছে যাক মনের কালি
কাটুক আঁধার-ঘোর।
দ্বেষ-দ্বন্দ্ব দূর হয়ে যাক
আসুক খুশির বান।
এক সুতোতে থাকুক বাঁধা
হিন্দু-মুসলমান।
ধনী-গরীব সবার যেন
অটুট থাকে মান
নতুন বছর চাইছি শুধু
বিবেক করো দান।
আগামীতেও ভালো রেখো
ভরিয়ে দিও সুখে
সবার মুখে হাসি দিও
কেউ না কাঁদে দুখে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct