মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান শহরের টিকরহাটে আছে একটি প্রাচীন মসজিদ যার পোশাকি নাম “ হুমায়ূন মসজিদ”। অপূর্ব সুন্দর, তিন গম্বুজ বিশিষ্ট, চার টি মিনার, গোল খিলেনের, চুন সুরকির গাঁথনি, ছোট ছোট ইট, এবং অন্য একটি বৈশিষ্ট্য মাটি থেকে ১৫ ‘ উচুঁতে মসজিদ অবস্থান। প্রাচীন ঐতিহ্যবাহী মুঘল সাম্রাজ্যের স্থাপত্য শিল্পের নিদর্শন। মসজিদে ভিতরে একটি ফার্সি শিলালিপি থেকে জানা যায় যে এটি নির্মাণ করা হয়েছে ১১৩৪ হিজরী১৭২১-২২ সালে। শিলালিপি বাংলা করলে তার মানে, এক জন সম্রাট যিনি জ্ঞানী ব্যক্তি, মৃত্যু বরণের সময় ওসিয়ত (ইচ্ছা পত্র) অনুযায়ী এই পবিত্র ‘হুমায়ুন মসজিদ’ নির্মাণ করা হইল, তখনকার তারিখ - “তার নির্দেশ অনুযায়ী - আল্লাহর সন্তুষ্টির জন্য তামির(প্রতিষ্ঠা) করা হইল। সম্রাট হুমায়ুনের জন্ম ১৫০৮সালে। ১৭২১-২২ সাল দেখে বিভ্রান্ত না হয়ে মসজিদের মতোওয়ালি দের শরণাপন্ন হলাম ও নিশ্চিন্ত হলাম।
১৬৯৭-৯৮ সালে শাহাজাদা “আজিম উস সান” কে সুবে বাংলা, বিহার উড়িষ্যার সুবেদার নিযুক্ত করে,শরিফা বাদে পাঠান, তিনি বিদ্রোহ দমন করেন। সম্রাট শের শাহ সুরির “কালো মসজিদ “ দর্শন করে নামাজ আদায় করেন, তখনই তিনি মনস্থির করেন যে সম্রাট হুমায়ুন-এর নামে একটি চমকপ্রদ সুন্দর মসজিদ আল্লাহর উদ্দেশে উৎসর্গ করবেন। ১৭০৭ সম্রাট আওরঙ্গজেব মৃত্যু বরণ করেন, শুরু হয় কলহ। ১৭১০ সালে মীর জুমলা বাংলা বিহার উড়িষ্যার সুবেদার নিযুক্ত হন। ১৭১০ সালেই মুর্শিদ কুলি খাঁ, বাংলা বিহার উড়িষ্যার নায়েব সুবেদার নিযুক্ত হন। ১৭১২ সালে সম্রাট আওরঙ্গজেবের পৌত্র শাহেনশাহ আজিম উস সান মৃত্যু বরণ করেন। কিন্তু শাহেনশা আজিম উস সান বিচারপতি/ কাজী রসূল বক্সকে আগেই নির্দেশ দান করেন, দাযিত্বশীলতার সঙ্গে কাজ অর্থাৎ দাদুর দাদু সম্রাট “হুমায়ুনের” নামে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করার প্রতশ্রুতি দিয়ে রেখেছিলেন। ১৭২১-২২ মুর্শিদ কুলি খাঁ, নিযাম নিযুক্ত হন এবং জমি জরিপ কাজ শুরু করেন। ১৭২১-২২ সালে অর্থাৎ পরবর্তী কালে সুযোগ বুঝে,” কাজী রসূল বক্স” মহান সম্রাট “হুমায়ূন মসজিদ” নির্মাণ করেন, সঙ্গে অনেক ভূমি দান করেন। কাজী রসূল বক্স নিঃসন্তান থাকায় এ লাকার বিশিষ্ট শিক্ষাবিদ মোল্লা মঈন উদ্দিন ( মোল্লা বসির উদ্দীন এর পিতা) এর পুর্ব পুরুষদের মোতাওয়াল্লি করে মসজিদ ও জমি ওয়াকফ করে যান। ১৯৪০ সালে একটি ছাত্রাবাস ও ১৯৫০ সালে একটি হাই মাদ্রাসাও চালু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct