বর্ষবরণ
শীলা সোম
বর্ষবিদায়ের ঘন্টাটা, উঠলো আবার বেজে,
আসবে নতুন বছর, নতুন মালায় সেজে।
ব্যথা-বেদনা, বিষাদ ঘন, থাক যতই গ্লানি,
পুরোনোকে পিছনে ফেলে নতুনের হাতছানি।
করোনা-আবহে দেশবাসী ছিল যে ম্রিয়মান,
নতুন আশায় বুক বেঁধে পেলো যে ফিরে প্রাণ।
বিধিনিষেধ রইলো পড়ে, তারা সবাই সোচ্চার,
যতই আসুক ওমিক্রন, আতঙ্কের জোয়ার।
বেড়ে চলেছে সংক্রমণ, অতি দ্রুত তার গতি,
হবে বা বুঝি লকডাউন, আবারো যে দুর্গতি।
আশঙ্কায় ভোগে মানুষ, তবু মুখে মাস্ক নাই,
খুশীর জোয়ারে গা ভাসিয়ে দিয়েছে সবাই।
দূরত্ব বজায় রাখা এখন হচ্ছে না যে আর,
সবাই মিলে বলে যে ওঠে, হ্যাপী নিউ ইয়ার।
হরেকরকম সাজানো নানা রঙীন অনুষ্ঠান,
বাজির শব্দ, আলোর চ্ছটা হয় না কভু ম্লান।
সারা রাত ধরে পার্টি চলে, ডিনার তার সাথে,
নাচ ,গান, হৈ হুল্লোড়ে ধনীরা, আনন্দেতে মাতে।
মাথার ঘাম পায়ে ফেলে যাদের জোটে খাবার,
নতুন বছর এলো তাতে কী বা আছে করার?
হতাশার মেঘ যাবে কেটে, দূর হবে ব্যর্থতা,
নতুন বছর সবার তরে আনবে সফলতা।
আশা নিয়েই বাঁচে মানুষ, আসবে এমন দিন,
নতুন আঙ্গিকে বর্ষবরণ, হবে যে রঙীন।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct