আপনজন: ক্ষমতা হস্তান্তর না করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জেইর বলসোনারো। বিদায়ী ভাষণে তিনি বলেন, লড়াইয়ে হেরেছি, যুদ্ধে নয়’। গত ৩০ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে কট্টর ডানপন্থি নেতা বলসোনারোকে হারান সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থি নেতা লুলা ডা সিলভা। দুই দফার নির্বাচনে ২০ লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। ব্রাজিলের ইতিহাসে প্রথমবার কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন বলসোনারো। তবে নির্বাচনের এ ফলাফল কখনোই মেনে নেননি তিনি। ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ তুললেও সে বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেননি ডানপন্থি এ নেতা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct