আজিম শেখ, নলহাটি, আপনজন: শীত পড়তেই শীতবস্ত্র নিয়ে হাজির শিলিগুড়ি উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটি। নতুন বছরের প্রাক্কালে শীত বস্ত্র হাতে তুলে দিয়ে দুঃস্থদের পাশে দাঁড়াতে শিলিগুড়ি থেকে সুদূর বীরভূম জেলার নলহাটির প্রত্যন্ত গ্রামাঞ্চল ভদ্রপুর গ্রাম পঞ্চায়েতের অকালীপুরে পৌঁছালো শিলিগুড়ি উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটি। আকালিপুরের ঐতিহ্য ঐতিহাসিককালের গুজ্যকালী মাকে নতুন বস্ত্র পরিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন সোসাইটির গুরুদেব শান্তনু পাল। জানা গিয়েছে, এদিন প্রায় ৭ হাজার দুঃস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র ও খাদ্য বিতরণ করে শিলিগুড়ির এর সমাজসেবী সংস্থা। ১ থেকে ৮০ সকলকেই নতুন বস্ত্র, জুতো বিতরণ করা হয়। এদিন অকালীপুরে উৎসবের মেজাজে নাম সংকীর্তনের মধ্য দিয়ে অকালীপুর বাসীদের মধ্যে ব্যাপক উচ্ছাস লক্ষ্য করা যায়।এদিন উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটির এই মহৎ উদ্যোগে শামিল হয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক শীর্ষেন্দু পাল সহ আরোও বিশিষ্ট কর্মকর্তারা। স্বভাবতই তাদের এই উদ্যোগে খুশির হাওয়া বয়ে বেড়াল পুরো আকালিপুর জুড়ে। বিশেষ করে দুঃস্থদের পাশে দাঁড়ানোয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct