আপনজন ডেস্ক: অসংখ্য ছোট বড় সংস্থাগুলো একের পর এক স্মার্টওয়াচ নিয়ে হাজির হচ্ছে। এবার ভারতে বাজারে ফায়ার বোল্ট নিয়ে এলো নতুন এক স্মার্টওয়াচ। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে অ্যাপল ওয়াচকে টেক্কা দিতেই ফায়ার বোল্টের নতুন স্মার্টওয়াচ নিয়ে এসেছে বলেই দাবি সংস্থার। অ্যাপল ওয়াচ আল্ট্রার মতো ফিচার সহ এসেছে ফায়ার বোল্ট গ্ল্যাডিয়েটর স্মার্টওয়াচটি। চোখ ধাঁধানো ফিচার্সে এই স্মার্টওয়াচ লঞ্চের পরেই গোটা বিশ্বের গ্যাজেট প্রেমীদের নজর কেড়েছিল। তবে প্রায় লাখ খানিক টাকা খরচ করে যারা অ্যাপলের সেই ওয়াচ কিনতে পারছেন না। তারা দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন। হুবহু দেখতে এবং একই রকম ফিচার বিশিষ্ট ফায়ার বোল্ট গ্ল্যাডিয়েটর থাকছে হাতের নাগালেই। ১.৯৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে, যা সর্বোচ্চ ৬০০ নিটস ব্রাইটনেস দেবে। সেই সঙ্গে রয়েছে পাতলা ফ্রেম ডিজাইন। তবে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। নতুন স্মার্টওয়াচটির ধারে রয়েছে একটি ফাংশনাল ক্রাউন বাটন যা অ্যাপেল ওয়াচ আল্ট্রার মতো দেখতে। আরও পাবেন ব্লুটুথ কলিং ফিচার। এই স্মার্টওয়াচে রয়েছে স্পিকার ও মাইক্রোফোন। সহজে ভয়েস কল করার জন্য রয়েছে কনট্যাক্ট ও ডায়ালার অ্যাপ। ১২৩টি স্পোর্টস মোড, জিপিএস রানিং, জিপিএস ওয়াকিং, জিপিএস সাইক্লিং, জিপিএস অন ফুট ও জিপিএস ট্রেইল- মোট ৫টি জিপিস অ্যাসিস্ট মোড পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও আছে মেয়েদের স্বাস্থ্যের ট্র্যাকিং এবং স্লিপ ট্র্যাকিং ফিচার। আরও থাকছে আটটি ভিন্ন মেনু ডিজাইন, ক্যালকুলেটর অ্যাপ, ওয়েদার অ্যাপ, অ্যালার্ম অ্যাপ, ক্যামেরার সাটার কন্ট্রোল এবং ওয়াটার রিমাইন্ডার অ্যালার্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct