নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস । রাজনৈতিক দল হিসাবে ২৫ বছর পূর্ণ করতে চলেছে রাজ্যের শাসকদল। দলের প্রতিষ্ঠা দিবস রাজ্যের সর্বত্র পালন করা হবে জোড়াফুল শিবিরের তরফে। এই বিশেষ দিনে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের নেতা কর্মীদের কী বার্তা দেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তৃণমূল সূত্রে খবর, আগামী সোমবার ২ জানুয়ারি নজরুল মঞ্চে দলের তরফে একটি প্রচার কর্মসূচি ঘোষণা করা হবে। সেই কর্মসূচি থেকে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলির বহুমুখী দিকগুলি দেখানো হবে। সেখানে উপস্থিত থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত সাংসদ, বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী-সহ দলীয় কর্মীদের উদ্দেশ্য করে ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো। উপস্থিত থাকবেন রাজ্য, জেলা ও ব্লক কমিটির নেতাদের পাশাপাশি দলের মহিলা ও যুব ফ্রন্টের সদস্যরাও।
এই দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘তৃণমূল কংগ্রেসের ২৫ বছর। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, জনমুখী আন্দোলন জড়িয়ে আছে। দেশে এমন নজির নেই। ২০১৬ আগে পর্যন্ত আমরা আঞ্চলিক দল ছিলাম। স্বরাজ দল, বাংলা কংগ্রেস, সমাজবাদী পার্টি সীমিত সাফল্য পেলেও, ধারাবাহিক দাগ কাটতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সংগঠিত করেছেন। প্রাণঘাতী হামলা হয়েছে তাঁর উপর। এর পর নানা গণ আন্দোলন তাঁর সঙ্গে যুক্ত হয়েছে। সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই যার উদাহরণ। কৃষকদের অধিকার রক্ষা, শান্তি ফেরানো অনেক ঘটনা আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct