আপনজন ডেস্ক: কংগ্রেসের বর্ষীয়ান নেতা রাহুল গান্ধী শনিবার বলেছেন, ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বিরোধীদের উচিত সঠিক সমন্বয় সাধন করা। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমি যে বোধটা পাচ্ছি তা হল, বিরোধীরা যদি একজোট হয়ে সমন্বিতভাবে লড়াই করে, তাহলে ২০২৪-এ বিজেপির পক্ষে কঠিন হবে। আমি মনে করি, বিরোধী দলের উচিত কার্যকরভাবে মাঠে দাঁড়ানো এবং বিজেপিকে প্রতিহত করার জন্য এমনভাবে কাজ করা।
প্রধানমন্ত্রীর মুখ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কংগ্রেস নেতা বলেন, এই মুহূর্তে আমার মূল লক্ষ্য ঐক্যবদ্ধ ভারতের দিকে। তােই আমাদের ঘৃণার বিরুদ্ধে লড়াই করা উচিত। তিনি আরও বলেন, অনেক সমমনা দল আছে যারা চায় ভারত যেন সম্প্রীতির মধ্যে থাকে। আমি জানি, অখিলেশজি ও মায়াবতীজি চান ভারত ঘৃণামুক্ত হোক এবং দেশে সম্প্রীতি বজায় থাকুক। রাহুল গান্ধী আরও বলেন, কোনও কৌশলগত রাজনৈতিক লড়াই নয়, বিজেপি রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে। এখন তাদের পরাজিত করার জন্য মতাদর্শগত কাঠামো থাকা উচিত এবং এটিই একমাত্র কংগ্রেস দিতে পারে। তার ভারত জোডো যাত্রা প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, মেগা ওয়াকাথনের ভিত্তি হল ভালোবাসা, স্নেহ এবং দেশের মধ্যে ঘৃণা দূর করা। যাত্রাটি ৩ জানুয়ারি পুনরায় শুরু হবে। উত্তর প্রদেশে প্রবেশ করবে এবং তারপরে কাশ্মীরের অবধি যাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct