আপনজন ডেস্ক: নতুন বছরে ৫ বাইক বাজারে আনার ঘোষণা দিল টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ড । ইংল্যান্ডের এই প্রতিষ্ঠানটি ১২১ বছর ধরে গ্রাহকদের মন জয় করে রেখেছে। কিছুদিন পর পর নতুন নতুন বাইক এনে গ্রাহকদের মন জয় করছে।জানা গিয়েছে, নতুন বছরের শুরুতে তারা নতুন কিছু বাইক বাজারে লঞ্চ করতে চলেছে। সেই বাইকগুলোর মধ্যে আছে বুলেট ৩৫০, শটগান ৬৫০ ছাড়াও একটি জে-প্ল্যাটফর্ম মোটরসাইকেল। একসঙ্গে না এলেও অল্প সময়ের ব্যবধানেই বাইকগুলো বাজারে লঞ্চ হবে। এছাড়া আছে নিউ জেনারেশন বুলেট ৩৫০। জে-প্ল্যাটফর্মে বুলেট ৩৫০ বাইকটির নতুন জেনারেশন নিয়ে আসছে সংস্থাটি। বর্তমানের ইউসিই বুলেট ৩৫০ বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে আপডেট বুলেট ৩৫০টি। নতুন বাইকটিতে ৩৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার ও অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে। এটি ২০২৩ সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। কন্টিনেন্টাল জিটি ৬৫০ (আপডেটেড ভার্সন) আসছে।
অ্যালয় হুইল এবং নতুন টেইল ল্যাম্প ডিজাইনে দুটি কন্টিনেন্টাল জিটি ৬৫০ দুটি বাইক আসছে। এটি তাদের ৬৫০ সিসির অন্যতম জনপ্রিয় একটি বাইকের আপডেটেড ভার্সন হবে। নতুন বাইকটিতে ডিজাইনের কিছুটা পরিবর্তন হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে লঞ্চ হবে এই বাইকটি। সুপার মিটিওরের সঙ্গে শটগান ৬৫০ বাইকটি আন্ডারপিনিংস শেয়ার করবে। বাইকটিতে থাকবে সিঙ্গেল সিট, চপড ফেন্ডার্স এবং সেন্টার-সেট ফুট পেগ। এই শটগান ৬৫০ বাইকটি রয়্যাল এনফিল্ডের জন্য নতুন ফ্ল্যাগশিপ বাইক হতে চলেছে। এটিই হবে ভারতে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে দামি বাইক। এছাড়া হিমালয়ান ৪৫০ নতুন রূপে আসবে।রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ববার বাইকটি সংশ্লিষ্ট কোম্পানির অন্যতম জনপ্রিয় একটি বাইক। এটি নিশ্চিতভাবে সবার মন টানবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct