আপনজন ডেস্ক: প্রিয় স্মার্টফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে বেশ বিড়ম্বনায় পড়তে হয়ে। ফোন হারানোর চেয়েও ফোনের ভেতর নানা প্রয়োজনীয় তথ্য ও ছবিও হারানোর বিষয়টা বেশ কষ্টকর। ফোনটি হারিয়ে, চুরি বা ছিনতাই হলে অনেকেই বুঝতে পারেন না কী করতে হবে। ফোন হারালে আপনার ফোনটিকে ট্র্যাক করতে পারবেন মানে খুঁজে বের করতে পারবেন। এমনকি হারানো ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও সেটি ট্র্যাক করা যাবে। এমনই ফিচার আনছে গুগল। খুব শীঘ্রই আইফোনের মতো অ্যান্ড্রয়েড ফোনের জন্যও এই বিশেষ ট্র্যাকিং ফিচার আনতে চলেছে গুগল। গুগল প্লে স্টোরে ফাইন্ড মাই ডিভাইস নামের যে অ্যাপ রয়েছে, তার মাধ্যমে ব্যবহারকারীরা চুরি যাওয়া ফোন খুঁজে পেতে পারবেন সহজেই। যদিও এক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। সেটা হল ফোনের নেট অন না থাকলে এই অ্যাপ কাজ করে না। এই সমস্যার সমাধান করতেই একটি নয়া আপডেট আনতে চলেছে গুগল। এই ফিচারটি ব্যবহার করতে প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ডাউনলোড করুন। এরপর চুরি হওয়া ফোনটি যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা ছিল, সেই একই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটি সাইন ইন করুন। এরপর অনেকগুলো অপশন আসবে। এর মধ্যে প্লে সাউন্ড অপশনটি বেছে নিতে হবে। এখন সিকিওর ডিভাইস অপশনে ক্লিক করে পিন, পাসওয়ার্ড বা স্ক্রিন লকের মাধ্যমে দূর থেকেই ফোনটিকে লক করতে পারবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct