সম্প্রীতি মোল্লা, ভাতার, আপনজন: আর্সেনিক মিটিগেসেন প্রকল্পে ভাতার ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে সরিষা চাষে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ভাতার কিষান মান্ডিতে । রবি মরসুমে ধান চাষের বিকল্পকে প্রাধান্য দিতে ডালশস্য এবং তৈলবিজ চাষে ব্যাপক বিস্তার ঘটেছে ভাতার ব্লকে । এই সময় একদিকে যেমন জলের টান থাকে ঠিক তেমনি আবহাওয়া প্রতিকূল হওয়ায় অনেক সময় ধান চাষে ক্ষতির সম্মুখীন হয় কৃষকরা । তাই এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করতেই আজকের এই এক দিবসীয় প্রশিক্ষণ শিবির । মূলত সরষে চাষের বিভিন্ন দিক বিশ্লেষণের পাশাপাশি এই চাষের আয় ব্যয়ের খরচ, কোন দিকগুলো সমস্যায় পড়তে পারেন কৃষকরা, তার সমাধানের পথ কোন মাঠে সরষে চাষ অনুকূল সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ভাতার ব্লক কৃষি অধিকারীক বরুণ হালদার । ১০০ জন কৃষককে নিয়ে এই কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় । কৃষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত আধিকারিকরা, সে সমস্যার সমাধানের পথ নির্দেশ দেন । তৈলবিজ অথবা ডালশস্য চাষে জলের পরিমাণটা কম লাগে। এই সময় অতি সহজেই এই ফসল উৎপাদন সম্ভব অন্যদিকে লাভের পরিমাণটাও যথেষ্ট বেশি সেই বিষয়ে লক্ষ্য রেখে প্রতিটি কৃষককে রবি মরসুমে এই ধরনের চাষে আগ্রহ করার জন্য বিভিন্ন বিষয় আলোচনা করা হয় । উপস্থিত ছিলেন ভাতার ব্লক কৃষি আধিকারিক বরুণ হালদার, ব্লক প্রযুক্তি প্রবন্ধক শেখ নাসিম হাসান, সহ প্রযুক্তি প্রবন্ধক শেখ সাবীর আলী, দেবনারায়ণ মল্লিক, উজ্জ্বল মন্ডল, সহকারি অধ্যাপক বি.সি.কে.ভি বর্ধমান কলেজ ডঃ সৌমেন বেড়া, ডঃ লক্ষণচন্দ্র প্যাটেল সহ এলাকার কৃষকরা ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct