আপনজন ডেস্ক: চুল আঁচড়ানোর সময় বহু মানুষের অতিরিক্ত চুল পড়ে। নষ্ট হয় চুলের সৌন্দর্য। এ নিয়ে আক্ষেপের শেষ নেই। যার ফলে তারা নানা পদ্ধতি ও উপায়ে চুল পড়া রোধ করতে চেষ্টা করেন।এটা থেকে বাঁচতে অনেকে ব্যবহার করেন নানা রকম দামি প্রোডাক্টও। কিন্তু ভালো ফলাফল পাননি। তাদের জন্য উপকারী হতে পারে পেঁয়াজের তৈরি তেল। পেঁয়াজ চুলের জন্য একটি কার্যকরী উপাদান। পেঁয়াজ বছরের পর বছর ধরে এর থেরাপিউটিক গুণাবলীর জন্য পরিচিত। যা বর্তমানে নানান প্রসাধনী এবং ঔষধে ব্যবহৃত হচ্ছে। পেঁয়াজের রস অস্বাস্থ্যকর এবং নিস্তেজ চুল, অতিরিক্ত চুল পড়া, চুল ভেঙ্গে যাওয়া, আগা ফাটা, রুক্ষ ভাব, চুলে জট বাধা, অকালে ধূসর রঙ হওয়া এবং খুশকির মতো সমস্যাগুলো সমাধানের জন্য পরিচিত। এক্ষেত্রে কাজে দিতে পারে পেঁয়াজ দিয়ে তৈরি বিভিন্ন কোম্পানির তেল। তারমধ্যে অন্যতম লাফজ অনিয়ন সিড হেয়ার অয়েল। তেলটির প্রধান উপাদান হলো পেঁয়াজ এবং ব্ল্যাক সিড। পেঁয়াজ চুল পড়া কমাতে একটি কার্যকরী উপাদান। ব্ল্যাক সিড চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। লাফজ অনিয়ন সিড হেয়ার অয়েলে আছে ভিটামিন-ই। তাই চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। পাশাপাশি সূর্যের ক্ষতিকর প্রভাব থেকেও চুলকে সুরক্ষা দেবে। পেঁয়াজে রয়েছে সালফার, ভিটামিন B6 এবং C এর গুণ। তাই হেয়ারফল দ্রুত কমে যায় আর ভিটামিন-সি খুশকি দূর করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct