অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ‘কোন মডেলের কথা আপনারা বলছেন? গুজরাট মডেল যে গুজরাট মডেলে ২০০২ সালে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। কোন গুজরাট মডেলের কথা আপনারা বলছেন? যেখানে একটি সদ্য সারাই করা সেতু ভেঙে পড়ে ১৩৫ জনের মৃত্যু হয়েছে? নাকি উত্তরপ্রদেশের মডেলের কথা বলছেন? রাম রাজ্য। যেখানে সীতার কোন কদর নেই, যেখানে মা ও বোনেদের কোন জায়গা নেই।’ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে জনসভা করতে এসে এভাবেই ভারতীয় জনতা পার্টি বিরুদ্ধে বাক্যবানে আক্রমণ করলেন রাজ্য যুব নেত্রী সায়নী ঘোষ। বৃহস্পতিবার দুপুরে পতিরাম হাই স্কুল ময়দানে এই জনসভা টি অনুষ্ঠিত হয়। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ, তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি মৃণাল সরকার, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অম্বরিশ সরকার প্রমুখ। অন্যান্য জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।এদিনের সভা মঞ্চ থেকে সায়নী ঘোষ বলেন, আমি শুনছিলাম শুভেন্দু বাবু আগের দিন বলছিলেন ‘চিন্তা নেই উত্তরপ্রদেশের মত এখানেও বুলডোজার চলবে। বুলডোজার তো চলবেই এবং সেই বুলডোজার চালাবে বাংলার মানুষ। আপনাদের অহংকার, আপনাদের দম্ভ কে গুঁড়িয়ে দেওয়ার জন্য । আর যার বহিঃপ্রকাশ ঘটবে আগামী পঞ্চায়েত নির্বাচনে এবং তারপরে লোকসভা নির্বাচনে।’উল্লেখ্য, বৃহস্পতিবার পতিরাম হাই স্কুল ময়দানে জনসভার আগে এদিন সকালে বালুরঘাটে হিলি মোড় এলাকায় চা চক্রে যোগ দেন সায়নী ঘোষ। চা চক্রের মধ্যে দিয়ে এদিন সকালে জনসংযোগ করেন যুব নেত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct