আপনজন ডেস্ক: রান্না সুস্বাদু করতে একটু বেশি করে পেঁয়াজ না দিলেই যেন নয়। শুধু দেশী খাবার নয়, বার্গার, পিজা, স্যান্ডুইচও পেঁয়াজ ছাড়া স্বাদহীন। কিন্তু তরকারিতে বেশি করে পেঁয়াজ দিতে গিয়ে রাঁধুনির খেতে হয় হিমশিম। কারণ, পেয়াজের ঝাঁঝ। নাকের জল, চোখের জল এক হয়ে যায় পেঁয়াজ কাটতে গিয়ে। অনেকের প্রশ্ন, পেয়াঁজ কাটতে গেলে চোখে জল চলে আসে কেন? আসলে পেঁয়াজে থাকে সিন-প্রোপেনেথিয়াল এস-অক্সাইড নামের একটি গ্যাস। এই পদার্থ বাতাসের মাধ্যমে চোখের সংস্পর্শে আসে। এরপর চোখের জলের সঙ্গে বিক্রিয়া করে অশ্রু গ্রন্থিতে অস্বস্তি তৈরি করে। ফলে চোখ বেয়ে জল পড়ে ও জ্বালাপোড়া হয়। এছাড়াও ল্যাক্রিমাটরি-ফ্যাক্টর সিনথেজ নামের একটি এনজাইমও কাঁদানোর জন্য দায়ী। এই ঝাঁজ থেকে বাঁচতে কি করবে হবে? এ প্রশ্নও অনেকের মুখে ঘুরে বেড়ায়। কিছু উপায়ে এই ঝাঁজ থেকে এড়ানো সম্ভব। এক বাটি জলে পেঁয়াজ ডুবিয়ে রেখে কাটুন। জলের নিচে থাকায় সিন-প্রোপেনেথিয়াল এস-অক্সাইড চোখের সংস্পর্শে এসে বিক্রিয়া করতে পারবে না। তাই অআর চোখে জল আসবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct