আপনজন ডেস্ক: জেরুজালেমের পবিত্র স্থাপনাগুলোর ‘রেড লাইন’ লংঘন করলে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পবিত্র স্থাপনাগুলো ইস্যুতে যে ‘স্ট্যাটাস’ রক্ষা করা হয়, যদি তা পরিবর্তন করে ‘রেড লাইন’ লংঘন করে ইসরাইলের আসন্ন সরকার, তাহলে সংঘাতে জড়াতে প্রস্তুত তিনি। বাদশা আবদুল্লাহ বলেন, যদি লোকজন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, তাহলে আমরা প্রস্তুত আছি। সব সময় আমি বিশ্বাস করি যে, আমাদেরকে দেখতে হবে গ্লাসটি অর্ধেক পূর্ণ। তা সত্ত্বেও আমাদের নির্দিষ্ট রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা আছে। যদি কেউ সেই রেড লাইনগুলো অতিক্রম করার চেষ্টা করে, তাহলে আমরা সে বিষয়ে ব্যবস্থা নেবো। ১৯৬৭ সাল থেকে আল-আকসা মসজিদ সহ ইসরাইলের রাজধানী ওল্ড সিটিতে পবিত্র স্থাপনাগুলোর রক্ষক জর্ডান। এই আল আকসা মসজিদ অবস্থিত টেম্পল মাউন্টে। এই টেম্পল মাউন্ট ইহুদিদের কাছে আবার সবচেয়ে পবিত্র স্থান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct