আপনজন ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ২০১৪ সাল এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণদের প্রথম পর্যায়ের ইন্টারভিউ সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বিতীয় দফায় ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল। দ্বিতীয় রাউন্ডে কলকাতা জেলার ২৮২ জন পরীক্ষার্থীর ইন্টারভিউ নেওয়া হবে। পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার ইন্টারভিউ নেওয়া হবে। সেদিন সকাল ১০টা থেকে দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ শুরু হবে। পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ের সময়, স্থান সহ যাবতীয় তথ্য মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের।
এদিকে চাকরিপ্রার্থীরা চাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টাল থেকে ‘কল লেটার’ ডাউনলোড করে নিতে পারেন। তবে যেভাবে নিয়োগ দুর্নতি নিয়ে আদালতের ভর্ৎসনার শিকার হচ্ছে পর্ষদ তা থেকে নিস্তার পেতে এবার সতর্ক পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ইন্টারভিউ পর্বের ভিডিও তুলে রাখা হবে। যার ফলে, কেউ দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললে সেই বিডিও কতিয়ে দেখে ব্যবস্থা নিতে পারবে পর্ষদ। দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ নেওয়ার জন্যে পরীক্ষকদের ল্যাপটপ দেওয়া হবে। তাতেই পরীক্ষকরা প্রাপ্ত নম্বর দেবেন। এর ফলে পরবর্তীতে নম্বর সংশোধনের কোনও সুযোগ থাকবে না। এই নম্বর অনলাইনে পর্ষদের কাছে পৌঁছে যাবে। প্রসঙ্গত, প্রথমিকে নিয়োগে মৌখিক পরীক্ষাতেও কারচুপির অভিযোগ উঠেছে। আদালতে ১৩৯ জন চাকরিপ্রার্থী দাবি করেন, লিখিত পরীক্ষায় শূন্য পেয়েছেন এমন অনেকে লিখিত পরীক্ষায় পুরো নম্বর পেয়ে চাকরি পেয়েছেন। আবেদনের ভিত্তিতে মামলাকারীদের মৌখিক পরীক্ষা ও অ্যাপটিটিউট টেস্টের নম্বর প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই আবহে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিচ্ছে পর্ষদ। উল্লেখ্য, চলতি বছরের ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়েছে। প্রায় সাত লাখ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। ৫ বছরের অপেক্ষার পর আয়োজিত হয় প্রাথমিক টেট। তারইমধ্যে ২০১৪ সাল এবং ২০১৭ সালের প্রার্থীদের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করে পর্ষদ। এর আগে গত ২৭ ডিসেম্বর কলকাতা জেলার ২০০ জন পরীক্ষার্থীর প্রথম পর্যায়ের ইন্টারভিউ হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct