আপনজন ডেস্ক: চিরবিদায় নিলেন রাজ্যের বিশিষ্ট জয়নাল আবেদিন। বছর বছর ধরে শারীরিক সমস্যায় ভোগার পর হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। ১৯৫৯ সালের ২১ সেপ্টেম্বর নদিয়া জেলার চাপড়া থানা এলাকার বানিয়াখড়ি গ্রামে জন্ম জয়নাল আবেদিনের। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বেসিক ট্রেনিং প্রাপ্ত কবি জীবন সংগ্রামের মাঝে কবিতা লেখাকেই ব্রত করেছিলেন। বাবা দবিরউদ্দিনই ছিলেন তার কবিতা লেখার প্রেরণা। ভোরে বাড়ি বাড়ি খবরের কাগজ বিলির কাজ করার পর বিকালে বেকারি থেকে রুটি এনে বিক্রি করাই ছিল তার আয়ের প্রধান অবলম্বন। তার ফাঁকেই কবিতা লিখতেন। দেশ, আনন্দমেলা, সানন্দা-য় তার কবিতা প্রকাশ সহ সংখ্যালঘু পরিচালিত পুবের কলম, নতুন গতি, মাসিক আপনজন-এও তার বহু কবিতা প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি কবিতা গ্রন্থ রয়েছে তার। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ‘শতাব্দী বরণ উৎসব’-এ কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। তার এক পুত্র, এক কন্যা ও বৃদ্ধা মা বর্তমান। বৃহস্পতিবার প্রয়াত কবির নামাজ-এ জানাজা অনুষ্ঠিত হয়। বহু মানুষ তাতে অংশ নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct