সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: ইউসুফ আলী মেমোরিয়াল মাদ্রাসা ও এতিম খানার উদ্বোধন হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে। বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। ভাঙড় নবোদয় সমিতি এদিনের অনুষ্ঠান আয়োজন করে। মাদ্রাসার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে ভাঙড় নবোদয় শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালি ২ নম্বর অঞ্চলের পূর্ব কাঁঠালিয়াতে মাদ্রাসা ও এতিমখানা টি গড়ে তোলা হবে। উদ্যোক্তারা জানান সম্পূর্ণ বিনা খরচে গরীব এতিম ছেলেরা এখানে ইসলামী শিক্ষার সুযোগ পাবেন। আপাতত হিফজ ও মাওলানা বিষয়ে পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। প্রাথমিক পর্যায়ে ৩০ জন শিক্ষার্থী এখানে শিক্ষা লাভের সুযোগ পাবেন। এদিন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাফেজ নাজির হোসেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মহান আল্লাহর নিকটে দোয়া করা হয়। এদিন উপস্থিত ছিলেন মাওলানা মহীউদ্দীন আমিনী, মারুফ গাজি, ক্বারী আফ্ফান, ফটো সাংবাদিক ইয়ামুদ্দিন সাহাজি, সমাজসেবী মোফাজ্জল মোল্লা, আরেফ আলি মোল্লা, ইদ্রীস আলি মোল্লা, সরিফুল হোসেন প্রমুখ। সংক্ষিপ্ত অনুষ্ঠিত উপস্থিত সকল অতিথিকে বরণ করা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক কবিতা পাঠ করেন সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে। এছাড়াও কবিতা ও ছড়া পাঠ করেন ভাঙড় নবোদয় শিশু একাডেমীর খুদে শিক্ষার্থীরা। ভাঙড় নবোদয় সমিতির কর্ণধার সাংবাদিক শাহানুর ইসলাম মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পর্কে আপনজনকে বলেন, “’ভাঙড় নবোদয় সমিতি’ ‘ভাঙড় নবোদয় শিশু একাডেমী’ নামে একটি স্কুল পরিচালনা করে। এবার মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাও করা হচ্ছে। একই সঙ্গে আধুনিক ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct