অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বুধবার গঙ্গারামপুর উত্তর চক্রের অন্তর্গত বড়ম গোকুলপুর জুনিয়র হাইস্কুলে মিড-ডে মিল প্রকল্পের অন্তর্গত নবনির্মিত ডাইনিং হলের শুভ উদ্বোধন করেন গঙ্গারামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের মিড ডে মিল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবজিৎ বালা, মিড ডে মিল প্রকল্পের ডেটা ম্যানেজার সৈকত দে সরকার, বড়ম গোকুলপুর জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বড়ম গোকুলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ হোসেন, সহকারী শিক্ষক জুয়েল রাব্বানী সহ আরো অনেকে।
জানা গিয়েছে, আরআইডিএফ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বর্ষে মোট ৬,১৫৪৫১ টাকা অর্থ মূল্যে ১২০ আসন বিশিষ্ট ডাইনিং হল টি নির্মিত হয়েছে। সেই নবনির্মিত ডাইনিং হলটির বুধবার শুভ উদ্বোধন করলেন গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতি। এ বিষয়ে গঙ্গারামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা বলেন, আরআইডিএফ প্রকল্পের আওতায় বড়ম গোকুলপুর জুনিয়র হাইস্কুলে মিড ডে মিল প্রকল্পের একটি ডাইনিং হল নির্মিত হয়েছে। বুধবার তার শুভ উদ্বোধন করা হলো। এখন থেকে বিদ্যালয়ের পড়ুয়ারা ডাইনিং হলে বসেই মধ্যাহ্নকালীন আহার গ্রহণ করতে পারবে। অন্যদিকে, এ বিষয়ে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রায় জানান, এমন একটি অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগছে। বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। এ বিষয়ে গঙ্গারামপুর ব্লকের মিড ডে মিল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবজিৎ বালা জানান, বিদ্যালয়ের তরফে এরূপ উদ্যোগ নেয়ায় খুবই ভালো লাগছে। মিড-ডে মিলে পুষ্টিকর খাদ্য বিদ্যালয়ের পড়ুয়ারা এখন থেকে ডাইনিং হলে বসেই খেতে পারবে। এবিষয়ে বড়ম গোকুলপুর জুনিয়র হাইস্কুলের শিক্ষক প্রদীপ কুমার দাস জানান, আমাদের বিদ্যালয়ে মিড ডে মিলের ডাইনিং হল না থাকায় পড়ুয়াদের এতদিন বারান্দায় অথবা তাদের নিজেদের ঘরে বসে খাবার খেতে হতো। এখন থেকে পড়ুয়ারা ডাইনিং হলে বসেই খাবার খেতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct