রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: আবাস যোজনা ঘিরে ফের বিক্ষোভ মুর্শিদাবাদে । বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রামপঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। প্রধানের বিরুদ্ধে আবাস যোজনায় স্বজনপোষণ ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে, এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখতে থাকে। বিক্ষোভ ঠেকাতে কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষের নেতৃত্বে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ হটায় পুলিশ।
বিক্ষোভকারী জনতার দাবি, পুরন্দরপুর গ্রামপঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ আবাস যোজনায় স্বজন পোষণ করেছেন। কাটমানি নিয়ে তাদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠছে গ্রামে। গ্রামবাসীদের দাবি, গরিব মানুষ ঘর পাচ্ছেন না। যদিও গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন বলেছেন পুরন্দরপুর পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ। উল্লেখ্য, বাড়ি নিয়ে প্রতিদিন বিক্ষোভের ঘটনা ঘটছে মুর্শিদাবাদে। কোথাও তৃণমূলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধানের অনাস্থা ঘিরে দড়িটানাটানি। কোথাও আবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের পঞ্চাতের সদস্যই। এমকি ভরতপুর ২ মালিহাটি পঞ্চায়েতের প্রধানসহ ১৭ জন ইস্তফা দিয়ে প্রমাণ করেছেন আবাস যোজনায় দূর্নীতির আঁতুড়ঘর। আবার তৃণমূল নেতাদের কাটমানির অভিযোগ তুলে প্রধানকে ঘিরে বিক্ষোভ। প্রসঙ্গত কেউ মাছ বিক্রি করে কেউবা সব্জি বিক্রি করে চালা ঘরে কোনো রকমে সংসার চালায়, গত দশ বছর ধরে ভোটের আগে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এই সমস্ত গরিব মানুষ ঘর পাইনি। এইবারেই ঘরের লিস্টে দেখা যাচ্ছে যারা আগে ঘর পেয়েছে এবং তৃণমূল নেতাদের পরিবার দোতালা বাড়ি থাকা সত্ত্বেও তাদের আবাস যোজনায় লিষ্টে নাম আছে, এছাড়াও কাটমানি খাওয়ার অভিযোগ তুলে কান্দি থানার অন্তর্গত পুরন্দপুর পঞ্চায়েতে বুধবার প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct