নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বড়দিন উপলক্ষে অপূর্ব সব আলোর রোশনাই এ সেজে উঠেছিল শহর কলকাতা আর পাঁচটা উৎসবের ন্যায়। অসংখ্য মানুষের উৎসব উদযাপনের মাঝেও রাস্তার পাশে বসে থাকা অসহায় এবং শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন কিছু মা - বাবা ও ভাই-বোন সমতুল্য মানুষকে উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যায় হাজার হাজার মানুষ। ফিরেও তাকায় না তাদের দিকে। তাই উৎসবের দিনগুলোকে ওইসব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আনন্দকে তাদের সাথে ভাগ করে নিতে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবতা’। তারা কলকাতা মহানগরীর রাস্তার পাশে বসে থাকা কিছু অসহায় এবং শারীরিক প্রতিন্ধীদেরদের হাতে কিছু উপহার তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটাল। দান নয় বরং একটু অন্যরকমভাবে কলকাতা মহানগরীতে বড়দিন উদযাপন করল ‘মানবতা’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct