আপনজন ডেস্ক: কয়েক দফা দাবিতে রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির পদের কর্মপ্রার্থীরা বুধবার নবান্নে এক ডেপুটেশন কর্মসূচি নেন। পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এদিন শিবপুর কাজিপাড়ায় জমায়েত হন তারা। চতুর্থ শ্রেণির কর্মচারীদের পাশাপাশি রাজ্য সরকারের অন্যান্য বিভাগেরও চাকরিপ্রার্থীরাও এদিন ডেপুটেশন দিতে জমায়েত হয়েছিলেন। অভিযোগ, ২০১৭ সালে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠিত হয়। তার পর লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। ৬ হাজার শূন্যপদের মধ্যে ৫ হাজার ৪২২ জন পাশ করেন। কিন্তু নিয়োগ নিয়ে এখন তারা অন্ধকারে। অনেককেই বিভিন্ন দফতরে নিয়োগ করা হচ্ছে। কিন্তু অনেকেই পাশ করেও হাতে নিয়োগপত্র পাচ্ছেন না। তাই সঠিকভাবে নিয়োগের দাবিতেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে ডেপুটেশন কর্মসূচি নেন চাকরিপ্রার্থীরা। এই কর্মসূচি ঘিরে শিবপুর কাজিপাড়ায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। চাকরিপ্রার্থীরা ডেপুটেশন দিতে গেলে তাদের ব্যারিকেড করে বাধা দেয় পুলিশ। এই নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতি মুহুর্তে উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশ কড়া ব্যবস্থা নেয়। আন্দোলনকারীদের আটক করে ভ্যানে তোলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct