আপনজন ডেস্ক: হজরত মুহাম্মদ সা.-এর রওজা জিয়ারত করতে দুই বছর সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছেছেন নাইজেরিয়ার এক তরুণ। তরুণের নাম আলিয়ান আব্দুল্লাহ বালা। তিনি ৮ ডিসেম্বর জেদ্দায় পৌঁছান। এসময় নাইজেরিয়ার রাষ্ট্রদূত ইয়াহইয়া লাওয়ালের পক্ষ থেকে জেদ্দায় কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রদূত লাওয়াল বলেছেন, ‘তাকে সম্ভাব্য সবধরনের কনস্যুলার সহায়তা, নির্দেশনা এবং উৎসাহ দেওয়া হয়েছে। সাইকেলে করে পবিত্র শহর মক্কা ও মদিনায় তার উমরাহ যাত্রার সব সুবিধাজনক ব্যবস্থা করা হয়েছে।’
নাইজেরিয়ান দূতাবাসও একটি বিবৃতিতে জানিয়েছে, ‘নাইজেরিয়ান মিশন নাইজেরিয়া থেকে সাইকেল চালিয়ে সৌদি আরবে উমরাহ করতে আসা তরুণকে স্বাগত জানায়। আলিয়ান আব্দুল্লাহ বালা মক্কায় উমরাহ এবং মদিনায় মসজিদে নববীতে গজনত মুহাম্মদ সা.-এর রওজা জিয়ারতের জন্য ২০২১ সালের ফেব্রুয়ারিতে জোস, মালভূমি ছেড়েছিলেন, এবং তার ইচ্ছা পূরণে নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। মসজিদে নববীতে হজরত সা.-এর রওজা জিয়ারত করে জেদ্দায় ফেরার পর নাইজেরিয়ান সাইকেল চালক এই তরুণের সঙ্গে দেখা করেন রাষ্ট্রদূত। আধুনিক সময়ে নাইজেরিয়া থেকে উমরাহ যাত্রা শুরু করা প্রথম ব্যক্তি বালা। সৌদি আরবে পৌঁছার পর থেকে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী। বিশেষ করে উমরাহ করার উদ্দেশ্য সফল করতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct