আপনজন ডেস্ক: শেষবার মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে ছিলেন এই বঙ্গতনয়! এবার মহামেডানকে চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ নিলেন। মহামেডান অনুশীলনে যোগ দিয়ে একান্ত ফোনালাপে সেখ সাহিল। শুনলেন আপনজন-এর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান।
প্রশ্ন: মোহনবাগানের পর মহামেডান! আরও এক বড় ক্লাবকে টেনে তোলার চ্যালেঞ্জ। কিভাবে দেখছেন ব্যাপারটাকে?
সাহিল: প্রবাদ আছে, ’নো রিস্ক, নো গেইন’।এটাকে আমি জীবনের মূলমন্ত্র মনে করি। যেকোন পরিস্থিতিতে চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত থাকি। আশা করি এই চ্যালেঞ্জেও আমি সসম্মানে উত্তীর্ণ হব।
প্রশ্ন: হঠাৎ আইএসএল ছেড়ে আই লিগে কেন? যেখানে সবার স্বপ্ন থাকে আইএসএল খেলার। আর্থিকভাবেও লাভবান হওয়ার হাতছানি থাকে অনেক বেশি।
সাহিল: জীবনে অর্থের প্রয়োজন অনস্বীকার্য। কিন্তু অর্থই সব নয়। তবে, আমার এখানে আসার প্রধান কারন কিবু (কিবু ভিকুনা) স্যর। কিবু স্যরের সাথে আমার সম্পর্ক অসাধারণ।
প্রশ্ন: ৯ ম্যাচে ১১ পয়েন্টে ধুঁকছে মহামেডান।এখান থেকে সত্যিই কি চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নাকি নেতিবাচক প্রভাব এড়াতে একথা?
সাহিল: না না।একদম মন থেকেই বিশ্বাস করি এখান থেকে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।মোহনবাগান যেবার চ্যাম্পিয়ন হয়,সেবার কিন্তু প্রথম দিকে আমরা খুব একটা সুবিধা জনক জায়গায় ছিলাম না। সেখান থেকে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। দুটো ম্যাচ জিতলেই লিগ টেবিলে আমূল পরিবর্তন হয়ে যাবে।
প্রশ্ন: মহামেডান অনুশীলনে যোগ দিয়ে পরিবেশ কেমন লাগছে?
সাহিল: সবার শরীরি ভাষা পজিটিভ। প্রত্যেকেই এখনো বিশ্বাস করে এখান থেকে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।বিশেষ করে কিবু স্যর যতক্ষণ আছেন ততক্ষণ সমর্থকরাও আশ্বস্ত থাকতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct