জিয়াউল হক, খানাকুল, আপনজন: এবার খানাকুল ওসি সুমন কুন্ডুর বিরুদ্ধে তল্লাশির নামে বাড়ির গ্রিল ভেঙে বাড়িতে ঢুকে ভাংচুর চালানো ও শ্লীলতাহানি র অভিযোগ তুললেন খানাকুল ২ পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষ প্রতিমা বোদক। প্রতিমা খানাকুল ২ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ। ঘটনার জেরে ওসির বিরুদ্ধে অভিযোগ তুলে খানাকুল ২ বিডিও, খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি,মহকুমাশাসক ও আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে দাবী করেছেন তিনি। বিষয়টি নিয়ে পদক্ষেপ না নেওয়া হলে আত্মহত্যা করার কথাও জানিয়েছেন নির্যাতিতা ওই কর্মাধ্যক্ষ।
জানা গেছে,গত সোমবার রাতে বিজেপি ও তৃণমূল এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে খানাকুলের হরিশ্চক এলাকায়। ঘটনায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। ঘটনায় বিজেপির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা তথা ওই কর্মাধ্যক্ষের স্বামী বিজয় বোদকের নামে অভিযোগ দায়ের করে বিজেপি। এই ঘটনার পরেই সোমবার রাতে খানাকুল থানার পুলিশবাহিনী নিয়ে অভিযুক্তের বাড়িতে হানা দেয় খানাকুল ওসি সুমন কুন্ডু। অভিযোগ,তল্লাশীর নামে মহিলা পুলিশ ছাড়াই বাড়ির গ্রিল ভেঙে ভিতরে ঢুকে বাড়ি ভাংচুর চালায় পুলিশ। কর্মাধ্যক্ষ ও তার মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তাদের শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। ঘটনায় সুবিচার চেয়ে খানাকুল ২ বিডিও,মহকুমাশাসক সহ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা কর্মাধ্যক্ষ। এদিকে খানাকুল ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন খানাকুল ২ বিডিও ও খানাকুল ২ পঞ্চায়েত সমিতির সভাপতি। বিষয়টি প্রশাসনের নজরে এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আশ্বাসও দিয়েছেন তারা। যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পুলিশকর্তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct