আপনজন ডেস্ক: অমরত্ব নিশ্চিত হয়েছিল আরও আগে। তবে বিশ্বকাপ জয় লিওনেল মেসির উচ্চতাকে নিয়ে গেছে সপ্তম স্বর্গে। বিশ্বকাপের সোনালি ট্রফিটি জেতার পর একের পর এক সুসংবাদও আসছে মেসির জন্য। তাঁর বিশ্বকাপ জয়ের মুহূর্তে অমরত্ব দিতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। এবার কাতার ইউনিভার্সিটিও সুসংবাদ দিল মেসিকে। বিশ্বকাপ খেলার সময় যে হোটেল ঘরটিতে মেসি অবস্থান নিয়েছিলেন, সেটিকে ছোট্ট জাদুঘরে রূপান্তরিত করতে যাচ্ছে তারা। কাতারে বিশ্বকাপ খেলতে গিয়ে কাতার ইউনিভার্সিটিতে ক্যাম্প করে আর্জেন্টিনা দল। সেখানে থেকেই নিজের স্বপ্নের বিশ্বকাপ জয়ের পথটা তৈরি করেছেন মেসি। এ ঘর তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য বিশেষ কিছুই বটে। এ কারণে ঘরটিতে আর কোনো অতিথিদের থাকতে দেওয়ার পরিবর্তে সেটিকে জাদুঘরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
কাতার ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা হিতমি আল হিতমি বলেছেন, ‘যে ঘরটিতে আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড় লিওনেল মেসি অবস্থান করেছিলেন, সেটি অপরিবর্তিত থাকবে। সেটি দশনার্থীদের ঘুরে দেখার জন্য উপলব্ধ থাকবে, তবে থাকার জন্য নয়।’ কাতার বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে গিয়েছিল তারা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ের অনন্য এক রূপকথা লেখে মেসি ও তাঁর দল। তাঁদের সেই অভিযাত্রার সাক্ষী হিসেবেই এ ঘরকে রেখে দিতে চায় হোটেল কর্তৃপক্ষ। মূলত শিক্ষার্থী ও পরবর্তী প্রজন্মকে মেসির অর্জনের কথা মনে করিয়ে দিতেই এ উদ্যোগ গ্রহণ করেছে তারা। বিশ্বকাপ শেষ করে মেসি এখন তাঁর জন্ম শহর রোজারিওতে অবস্থান করছেন। বিরতি শেষে আজ থেকে লিগ ওয়ান মাঠে ফিরলেও ১১ জানুয়ারির আগে ফেরা হচ্ছে না আর্জেন্টিনা অধিনায়কের। তাঁকে ছাড়াই আজ রাতে স্ত্রাসবুর্গের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। ইতিমধ্যে প্যারিসের ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি বাড়ানোর সিদ্ধান্তও নাকি নিয়েছেন মেসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct