আপনজন ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগে চোটে পড়েন করিম বেনজেমা। কাতার আসরে একটি ম্যাচও খেলতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, চোট সারিয়ে ফাইনালে খেলার জন্য প্রস্তুত ছিলেন বেনজেমা। তবে কোচ দিদিয়ের দেশমের বিবেচনায় আসেননি তিনি। এবার বেনজেমার এজেন্ট করিম যাজিরি জানালেন, নকআউট পর্বের শুরু থেকেই ফিট ছিলেন বেনজেমা। অবহেলার শিকার হয়েই অবসরের সিদ্ধান্ত নেন তিনি। ২০১৪ বিশ্বকাপে ফ্রান্সের স্কোয়াডে ছিলেন করিম বেনজেমা। এরপর সেক্সটেপ কাণ্ডে জড়িয়ে দীর্ঘ ৫ বছর জাতীয় দলে ব্রাত্য ছিলেন তিনি। বিশ্বকাপের আগেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন বেনজেমা। তবে অনুশীলনে চোট পেয়ে ছিটকে যান তিনি। বেনজেমা ইনজুরিতে পড়ায় অবশ্য তার বদলি হিসেবে কাউকে নেননি ফ্রান্স কোচ দেশম। ২৫ জনের স্কোয়াড নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেন তিনি। অর্থাৎ, বেনজেমার ফেরার রাস্তা খোলা ছিল। তবে ব্যালন ডি’অর বিজয়ী তারকা গোটা বিশ্বকাপে ছিলেন অনুপস্থিত। বেনজেমার এজেন্ট করিম যাজিরির দাবি, শতভাগ ফিট এবং ফর্মের তুঙ্গে থাকার পরও কোচের অবহেলার শিকার হওয়ার ক্ষোভে বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবস নেন রিয়াল মাদ্রিদ তারকা।
যাজিরি টুইটারে লিখেছেন, ‘তিনজন বিশেষজ্ঞকে বেনজেমার রিপোর্ট দেখিয়েছি। তারা নিশ্চিত করেছেন যে শেষ ষোলোর লড়াই থেকেই ফিরতে পারতেন বেনজেমা। কেন এত দ্রুত তাকে বিশ্বকাপ থেকে পাঠিয়ে দেয়া হলো?’ ফাইনালের আগে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানায়, ফিট হয়ে উঠেছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদ সতীর্থদের সঙ্গে অনুশীলনেও দেখা যায় তাকে। তাই আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে বেনজেমার উপস্থিতির সম্ভাবনা বেড়ে যায়। এনিয়ে ফ্রান্স কোচ দেশমকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘খবর রয়েছে ফাইনালের আগে কাতারে আসবেন বেনজেমা। এটা কি সত্য? আর যদি তাই হয়, তবে কি আপনি তাকে ফাইনালে খেলাবেন?’ প্রশ্নের জবাব দেননি দেশম। তিনি বলেন, ‘সত্যি বলতে এই প্রশ্নের উত্তর দিতে চাই না আমি।’ এরপর হাসতে হাসতে বলেন, ‘পরবর্তী প্রশ্ন করুন।’ গ্রুপপর্ব চলাকালেও বেনজেমার প্রত্যাবর্তন নিয়ে দেশমকে প্রশ্ন করা হয়েছিল। তখনও অস্পষ্ট জবাব দিয়েছিলেন ফ্রান্স কোচ। তিনি বলেছিলেন, ‘আমার কী বলা উচিত জানি না। এ ব্যাপারে আসলে চিন্তাই করছি না। মনে হচ্ছে এ বিষয়ে (আমাদের চেয়ে) আপনারাই ভালো জানেন।’ কোচের অবহেলার শিকার সইতে পারেননি বেনজেমা। ইনস্টাগ্রামে ক্ষুদে বার্তায় তিনি লিখেছিলেন, এসব পাত্তা দিচ্ছেন না তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বেনজেমাকে ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রেসিডেন্ট যে বিমানে দোহায় যাবেন, সেই বিমানের যাত্রী হতে বলা হয়েছিল বেনজেমাকে। তবে রিয়াল মাদ্রিদ তারকা প্রেসিডেন্ট ম্যাক্রনের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct