আপনজন ডেস্ক: সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ ২ জানুয়ারি উত্তরপ্রদেশ বিধানসভায় পাস হওয়া বিতর্কিত রাজ্য আইন এবং উত্তরাখন্ডে ধর্মীয় স্বাধীনতা আইন, ২০১৮-কে চ্যালেঞ্জ করে আবেদনগুলির শুনানি করার কথা রয়েছে। এই আইনটি আন্তঃধর্মীয় বিবাহের কারণে ধর্মান্তর হওয়া প্রতিরোধ করার জন্য। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের রাজ্য সরকারগুলি ধর্মান্তরের পরে সংঘটিত বিবাহকে অপরাধ হিসেবে শাস্তি দেওয়ার জন্য এই আইনগুলি প্রণয়ন করেছিল। ২০২০ সালের নভেম্বরে উত্তর প্রদেশ সরকার এক অধ্যাদেশ জারি করে দোষী সাব্যস্তদের জন্য এক থেকে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখেছে এবং ১৫০০০ টাকা জরিমানাও করার কথা বলেছে। এছাড়া, এসসি, এসটি এবং অপ্রাপ্তবয়স্কদের মহিলাদের ধর্মান্তরের ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২৫,০০০ টাকা জরিমানার কথা বলা হয়েছে ওই অধ্যাদেশে। অন্য দিকে, উত্তরাখণ্ড সরকার যে আইন পাশ করেছে, তাতে জোর করে বা ‘প্রলোভন’-এর মাধ্যমে ধর্মান্তকরণে দোষী ব্যক্তিদের দু’বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তাকে চ্যালেঞ্জ মামলায় বিচারপতি পিএস নরসিংহের গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ বিশাল ঠাকরে এবং তিস্তা শীতলবাদের এনজিও সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিসের দায়ের করা আর্জির শুনানি করবে ২ জানুয়ারি। আবেদনে যুক্তি দেওয়া হয়েছিল যে অধ্যাদেশটি সমাজের খারাপ উপাদানগুলির হাতে যে কাউকে মিথ্যাভাবে জড়িত করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। আবেদনে আরও বলা হয়েছে যে বিবাহিত দম্পতিদের উপর প্রমাণের বোঝা চাপিয়ে দেওয়া অপ্রীতিকর ছিল যে এটি বিবাহের মাধ্যমে ধর্মান্তরিত ছিল না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct