নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বর্ষবরণের রাত অর্থাৎ ৩১ শে ডিসেম্বর থেকে ফের রাজ্যে তাপমাত্রা বাড়বে। গড়ে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে গোটা রাজ্যে । অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা নিম্নমুখী হলেও ফের বর্ষবরণ রাতে শীতের আমেজ কিছুটা হলেও উধাও হয়ে যাবে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি আরো বলেন, এই মুহুর্তে আমাদের রাজ্যে শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে ।রাতের তাপমাত্রা যেটা আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে স্বাভাবিক থেকে অনেকটা বেড়ে ছিল, সেটার পরিবর্তন ঘটছে।ডিসেম্বরে লাস্ট উইকে সাধারণত আমরা এত বেশি তাপমাত্রা পাই না। কলকাতার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির ওপরে চলছে।
বঙ্গোপসাগর দিয়ে আশা জলীয়বাষ্পতে হাওয়া পরিমাণ অনেকটাই বেশি। আর উত্তর পশ্চিমের শীতল হাওয়াটা অনেকটাই দুর্বল। তার ফলে তাপমাত্রাটা অনেকটাই বেড়ে গেছে । আশা করা যাচ্ছে, আগামী ২ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের রাতে তাপমাত্রা ৫° মতো কমবে । আগামীকাল বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা অনেকটাই কমে যাবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের রাতের তাপমাত্রা কমে ১৫ ডিগ্রির কাছাকাছি নামবে । আবার ৩১ তারিখ রাত থেকে কয়েক দিনের জন্য সাময়িকভাবে তাপমাত্রা বাড়বে অর্থাৎ আগামী দু'দিনে বেশ খানিকটা তাপমাত্রা কমবে কিন্তু ৩১ তারিখের পর দু-তিন ডিগ্রী আবার বেড়ে যাবে তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে আগামী দু'দিনে ১৫ ডিগ্রির কাছাকাছি নামতে পারে বা তার চেয়ে একটু কম থাকতে পারে তাপমাত্রা।
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরে যে জেলাগুলো রয়েছে দার্জিলিং, কালিংপং, কোচবিহার ,আলিপুরদুয়ার এই জেলাগুলা খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য আগামী দুই দিনে তিন ডিগ্রির মতো কমবে । আবার ৩১ তারিখে পর থেকে দু-তিন ডিগ্রি বেড়ে যাবে তাপমাত্রা। পাহাড়ি এলাকায় দু-তিন দিন খুব হালকা ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে ৩১ তারিখ থেকে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করবে যার জন্য ৩১ তারিখের পর দুই তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। খুব বেশি বাড়বে না । দু তিন ডিগ্রি মত বাড়বে। ১৬-১৭ ডিগ্রি পর্যন্ত দাঁড়াবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct