আর এ মণ্ডল, হাওড়া, আপনজন: জমিয়তে উলামা-ই-হিন্দ ভারতের অন্যতম শীর্ষ সংখ্যালঘু ধর্মীয় সংগঠন। স্বাধীনতার পূর্বোত্তর কাল থেকে অদ্যাবধি দেশ ও জাতির কল্যাণার্থে শান্তিপূর্ণ ভাবে সৌহার্দ্য সম্প্রীতির বাতাবরণ তৈরির জন্য আপ্রাণ প্রচেষ্টা করার ঐতিহ্য রয়েছে তাদের। দেশের মধ্যেই যখন এক শ্রেণীর মানুষ মানবিক মূল্যবোধকে ধ্বংস করে সম্প্রদায়ের মাঝে বিভাজন সৃষ্টির অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। সেই অশুভ শক্তির বিরুদ্ধে সুশৃঙ্খলতার সাথে জাতি সত্ত্বার বিবেককে জাগ্রত করার লক্ষ্যে দেশ ব্যাপী “সদ্ভাবনা সংসদ”-এর আয়োজন করেছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে প্রতিটি রাজ্যের বিভিন্ন প্রান্তে সর্ব স্তরের মানুষের মধ্যে সুসম্পর্ক সৌহার্দ্য সম্প্রীতিকে মজবুত করার জন্য “সদ্ভাবনা সংসদ” এর সভার আয়োজন করে চলেছে। অনুরূপ একটি সভা হাওড়ার জগৎবল্লভপুরের মুনসির হাটে অনুষ্ঠিত হল ২৫ ডিসেম্বর। সভায় বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে ছিলেন রাজ্য জমিয়তের সম্পাদক মুফতি আব্দুস সালাম, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও রাজ্য সংগঠনের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন পরমানন্দ গিরি মহারাজ। সিদ্দিকুল্লাহ চৌধুরি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা রক্ষার্থে সম্মিলিত উদ্যোগের জন্য প্রচেষ্টার কথা বলেন। অন্যান্য বিশিষ্টদের মধ্যে ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মিতা ব্যানার্জী, মাওলানা কাজী আরিফ রেজা সম্পাদক উত্তর চব্বিশ পরগনা, হাওড়া জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল খালেক, সম্পাদক মুফতি ওয়াসিম বারী প্রমুখ। পূর্বাশা ম্যারেজ হলে অনুষ্ঠিত সভার আয়োজক ছিলেন জগৎ বল্লভপুরের ব্লক কমিটির সভাপতি মুফতি জুবায়ের আহমাদ খাঁন। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন জগৎ বল্লভপুরের সদস্য ও গ্রামের মানুষ। সবার কল্যাণ ও মঙ্গল কামনার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct