এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে যোগ দিলেন আল-আমীন মিশনের প্রাক্তনী ডাক্তার সাহানুর মন্ডল। মঙ্গলবার প্রথম দিন গোবরডাঙ্গার ১২ নং ওয়ার্ডের পৌর সুস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার হিসাবে যোগ দেন তিনি। এদিন ডাঃ সাহানুর মন্ডল ‘আপনজন’ সাংবাদিককে জানান, ‘বেশ ভালো লাগছে , খুব ভালো পরিবেশ, প্রথম দিনেই প্রায় ১০০ রোগী দেখলাম, যেটুকু পরিকাঠামো আছে তার উপর ভিত্তি করে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব মানুষের পাশে থাকার।’ ২০১৬ সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ডা. সাহানুর মন্ডল, নিম্ন মধ্যবিত্ত পরিবারের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সাহানুর। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল ছোটো থেকেই, পরবর্তীতে আল-আমীন মিশনের হাত ধরে সেই স্বপ্ন পূরণ হয় সাহানুরের। মঙ্গলবার মেডিকেল অফিসার হিসেবে যোগ দিয়ে ডা. সাহানুর মন্ডল বলেন, ‘আল-আমীন মিশনে পড়াশোনার সুযোগ পাবো এটাও আমার স্বপ্ন ছিল, পরবর্তীতে আল-আমীন মিশনে সুযোগ পেয়ে স্যারদের অনুপ্রেরণায় আমার মনোবল বেড়ে যায়। এবং সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়া, এই সব মিলিয়ে অনেক অভিজ্ঞতার জন্ম দিয়েছে। আগামীতে আরও বড়ো জায়গায় পৌঁছানোর স্বপ্ন আছে, চলতে থাক লড়াই।’ পাশাপাশি মেডিকেল অফিসার হিসেবে নতুন ডাক্তার পেয়ে খুশি গোবরডাঙ্গাবাসী। এদিন কর্তব্যরত এক আশা কর্মী বলেন আমরা সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দিতে পারবো। সংশ্লিস্ট বিষয়ে গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শংকর দত্ত বলেন, ‘আমার নতুন একজন মেডিকেল অফিসার পেয়েছি এটা অত্যন্ত আনন্দের, গোবরডাঙ্গায় চিকিৎসা ব্যবস্থায় যত ফাঁক আছে সেই সমস্ত সমস্যা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পন্ন করবেন, আমরা সেই আশাতেই অপেক্ষা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct