নিজস্ব প্রতিবেদক, হাড়োয়া, আপনজন: মঙ্গলবার জেলার হাড়োয়া বিধানসভা এলাকায় বেশ কয়েকটি পানীয় জলের প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সশরীরে হাজির হলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে রাজ্যের সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাচ্ছে তা অনস্বীকার্য। তারই ছোঁয়ায় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির তহবিল থেকে গৃহীত সামাজিক শৌচালয় ও পানীয় জল সহ যেকোন উন্নয়নমূলক কাজ তদারকি করতে বিভিন্ন এলাকায় রুটিন মাফিক তদারকি করে চলেছেন দীর্ঘদিন ধরে। তারই অঙ্গ হিসেবে জনপরিষেবা সচল রাখা এবং সরকারি তহবিল থেকে গৃহীত অর্থ বরাদ্দের দ্বারা নির্মীয়মাণ প্রকল্পগুলো ঠিক মতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে আচমকা বিভিন্ন এলাকায় গেলেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct