সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া এক নম্বর ব্লকের পচিরডাঙ্গা গ্রামে আবাস যোজনার সমীক্ষার কাজ করেছিলেন স্থানীয় আশা কর্মী আসমিরা বেগম এবং মাধবী দত্ত ও লতিকা দত্ত নামের দুজন স্থানীয় আইসিডিএস কর্মী। সমীক্ষার পর আবাস যোজনার তালিকা থেকে বেশ কয়েকজন উপভোক্তার নাম বাদ পড়ে। অভিযোগ এই বাদ পড়া উপভোক্তাদের পরিবারের মহিলারা মঙ্গলবার আশা কর্মী আসমিরা বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গ্রামের পীর বাবার মন্দির সংলগ্ন এলাকায় মারধর করে। ঘটনায় জখম হন ওই আশা কর্মী। সন্ধ্যায় আহত ওই আশা কর্মীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহত আশা কর্মীর দাবী আক্রমণকারীরা সকলেই এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। আশা কর্মীর উপর এই আক্রমণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আইসিডিএস কর্মীরাও। নিরাপত্তাহীনতায় ভূগতে শুরু করেন তাঁরাও। এদিন হাসপাতালে আহত আশা কর্মীর সাথে দেখা করে তাঁর চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। বিধায়কেরও দাবী তৃণমূলের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। তৃনমূলের দাবী প্রশাসন বিষয়টি নিয়ে কঠোর ব্যবস্থা নেবে। তৃণমূলের পাল্টা দাবী বিজেপি বিধায়কের উস্কানিতেই এমন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct