আপনজন ডেস্ক: সৌদি আরবের তাবুক প্রদেশের পাহাড়ি এলাকা আল জাবাল এবং আলকান তুষারে ঢাকতে শুরু করেছে। অঞ্চলটি ‘নতুন বছর’ এবং ‘পর্যটক’দের স্বাগত জানাতে প্রস্তুত। স্থানীয় গণমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, নাগরিকরা আরও তুষারপাতের জন্য অপেক্ষা করছেন। আর সেটা আগামী কয়েক দিনের মধ্যে ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবুক প্রদেশ। রাজধানী তাবুক শহর থেকে ২শ কিলোমিটার দূরে জর্ডান সীমান্তবর্তী পর্বতশ্রেণির মধ্যে অন্যতম একটি পর্বত জাবাল আল-লাওয়াজ। পর্বতটিতে বাদাম গাছ থাকায় এটিকে ওই নামে ডাকা হয়। বাদামকে আরবি ভাষায় ‘লাওয়াজ’ বলা হয়। পর্যটকেরা তুষারের মাত্রা আরও বাড়ার আগে তারা সেখানে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে গিয়ে তারা তাঁবু গাড়বেন। সৌদি আলোকচিত্রী (ফটোগ্রাফার) ফাহাদ আল তারফায়ি জানান, রবিবার তুষারপাতের ওই এলাকায় গিয়েছিলেন। সেখানে তুষারপাত নিয়ে ডকুমেন্টিং করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct