আপনজন ডেস্ক: চিনা ভাষায় মক্কার মসজিদুল হারামে প্রদত্ত ইসলামী শিক্ষার প্রচার শুরু হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলছে বলে জানিয়েছেন অনুবাদ বিভাগের পরিচালক সালেহ আল-রাশিদ। তিনি বলেন, মক্কার গ্র্যান্ড মসজিদের অনারব ভাষাভাষীদের কাছে ইসলামের শিক্ষা পৌঁছে দিতে এখন চিনা ভাষাসহ মোট ১৪টি ভাষায় পাওয়া যায়।
তা হলো, ইংরেজি, উর্দু, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, মালাই, ইন্দোনেশিয়া, তামিল, হিন্দি, বাংলা, ফার্সি, রুশ ও বর্নিও। প্রতি মাসে সাত হাজারের বেশি মানুষ সরাসরি সাইট থেকে অনুবাদ শুনেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুনেন বলে জানান তিনি। এদিকে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক ড. তাওফিক বিন ফাওজান আল-রাবিয়ার পৃষ্ঠপোষকতায় বিদেশি মুসল্লিদের ওমরাহ কার্যক্রমকে আরো সমৃদ্ধ করতে ‘দ্য জার্নি অব অ্যা লাইফটাইম’ নামে শর্ট ডকুমেন্টারি চালু করা হয়। প্রকল্পটি আরবি, ইংরেজি, উর্দু, ফ্রেঞ্চ, বাংলা, ফার্সি, হাউসা, ইন্দোনেশিয়ান ও তার্কিশসহ মোট ৯ ভাষায় তা সাত সপ্তাহ ধরে বিভিন্ন সৌদি বিমানে প্রদর্শিত হয়। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সাধারণ বিভাগের পরিচালক তুর্কি আল-খালাফ জানিয়েছেন, হজ ও ওমরাহ চ্যানেলের মাধ্যমে ফিল্মটি সৌদি এয়ারলাইনসের বিমানে দেখানো হবে। এই ভিডিওর মাধ্যমে বিমানবন্দর, আল-হারামাইন এক্সপ্রেস ট্রেন স্টেশন, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসহ বিভিন্ন স্থানে ওমরাহযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct