নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: গরিব কল্যাণ যোজনা আসলে এটা কেন্দ্রীয় রেশন দুর্নীতি। সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে। রেশন জালিয়াতি করেছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে অনুকরণ করে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। যেটা আগে পেতেন মানুষ, সেটাকে কমিয়ে দিয়ে নতুন মোড়কে দেওয়া হচ্ছে। সেটাও সাধারণ মানুষ পাচ্ছে না। এটা নিয়ে প্রচারে নামবে তৃণমূল। জোরদার আন্দোলন হবে। এই প্রতিক্রিয়া তৃণমূল নেতা কুণাল ঘোষের। আবাস যোজনা প্রসঙ্গে কুণালের মন্তব্য, রাজ্য আবাস যোজনা নিয়ে বিজেপি কিছু বলার আগে বিজেপি নেতাদের নাম আছে সেটা যেন মনে থাকে। শুধু দিল্লিকে দেখিয়ে কোন লাভ নেই। এটা অনেক আগের লিস্ট। নতুন করে লিস্ট তৈরি করা হবে। বীরভূমের অনুব্রত মণ্ডলের একদা ঘনিষ্ঠ বিল্পব ওঝার পদত্যাগ প্রসঙ্গে কুনালের মন্তব্য, সবটা জানি না। কিন্তু তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সভাপতি, এই অভিযোগ ঠিক নয়। সবাইকে সম্মান দেওয়া হয় দলে। সবার নিজের জায়গায় আছে।বিএসএফ জওয়ান প্রসঙ্গে কুণাল ঘোষ জানান, পিটিয়ে মারা কেন হবে। এটা ঠিক নয়। পুলিশ তদন্ত করবে।এটা চূড়ান্ত নিন্দানীয় ঘটনা। টেট নিয়োগ আইনের জটিলতা কাটিয়ে নিয়োগ করা সম্ভব। বিরোধীরা চাইছে চাকরি না হোক। বিরোধীরা সমাধান চায় না। কিন্তু ইন্টারভিউ ভাল উদ্যোগ। সমাধান হবে।
আবাস যোজনা প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীরা আবাস যোজনা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এটা বড় কাজ। কোথায় কোথায় একটা দুটো ঘটনা ঘটেছে। কিন্তু বিজেপির নেতাদের নাম আসছে কি করে। তারা সংকীর্ণ রাজনীতি করার চেষ্টা করছে। এতে কোন লাভ হবে না। এটা পুরাতন লিস্ট, নতুন লিস্ট তৈরি করা হবে। অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বলেন, শুভেন্দু অধিকারীকে নিরাপত্তা দিতে বেশি তৎপর সিবিআই। তাহলে অনুব্রত মণ্ডলকে রক্ষা কেন করা হবে না। করোনা প্রসঙ্গে কুনালের মন্তব্য, রাজ্য সরকার পুরোপুরিভাবে প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। যা যা করা দরকার সব কিছু করা হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রসঙ্গে কুণালের মন্তব্য, এই কংগ্রেস বামেদের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা করেছিল। শূন্য পেয়েছে কংগ্রেস। এদের নিয়ন্ত্রণের কোন মানে হয় না। অভিনেতা দেব প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল বলেন, দেব ভালো ছেলে। হয়তো অনেকটা বোঝে। তবে সবটাই বোঝে তা তো নয়। তাহলে তো সব নায়কের সব ছবি হিট করতো। কিন্তু তা তো হয় না। সব নায়কের সব ছবি হিট করে না। তার মানে কিছু অজানা আছে। তাই বাকিদের কথা শোনা দরকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct