আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (এমএনআরইজিএ)-এর অধীনে ফান্ড পশ্চিমবঙ্গের জন্য স্থগিত করার এক বছর হয়ে গেছে। কেন্দ্রের অভিযোগ, এই প্রকল্পটি বাস্তবায়নে রাজ্য সরকার ব্যাপকভাবে লঙ্ঘন করেছে। তবে সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এই প্রকল্পে দেশের ১৮টি রাজ্যের মধ্যে ১৭টির রাজ্যের যা বকেয়া পাওনা, শুধু পশ্চিমবঙ্গের জন্য প্রায় সেই একই বকেয়া পাওনা। ফলে, পুনরায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার চিত্র আরও জোরাল হয়ে উঠছে। ২০২২-২৩ আর্থিক বছর শেষ হতে আর মাত্র তিন মাস বাকি। কিন্তু কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, ১৪ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্র ১৮টি রাজ্যের কাছে ৪৭০০ কোটি টাকা একশো দিনের কাজের মজুরি বাকি এবং ১৯টি রাজ্যের কাছে ৫৪৫০ কোটি টাকার সামগ্রীর খরচ বকেয়া রয়েছে।
এই বকেয়া ৪৭০০ কোটি টাকা মজুরির মধ্যে শুধু পশ্চিমবঙ্গের বকেয়া রয়েছে ২,৭৪৮ কোটি টাকা। যদি পশ্চিমবঙ্গের বকেয়া যদি আলাদা করা যায় তাহলে দেখা যাবে, ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২০০০ কোটি বেতন ১৭ টি রাজ্যকে দেওয়া হয়নি। তালিকায় রয়েছে নাগাল্যান্ডের মাত্র ৪ লক্ষ ৩২ হাজার জব কার্ডের জন্য কেন্দ্রের কাছে বকেয়া ১৯২ কোটি। নাগাল্যান্ডের জন্য ঘোষিত মজুরি হল প্রতিদিন ২১৬ টাকা, যার অর্থ হল প্রায় ৮ লক্ষ দিনের কাজের জন্য তাদেরকে কোনও মজুরি দেওয়া হয়নি। অন্যান্য রাজ্যগুলিও একই রকম উচ্চ বকেয়া রয়েছে- উদাহরণস্বরূপ, উত্তর প্রদেশের ২৮৪কোটি, বিহার ২৮৭ কোটি, ঝাড়খণ্ড ২৬৩ কোটি এবং তামিলনাড়ু ১৭৩ কোটি বকেয়া রয়েছে। উল্লেখ্য, এমএনআরইজি আইনে স্পষ্ট বলা আছে, ১৫ দিনের মধ্যে টাকা দিতে হবে। শুধু মজুরিই নয়, ১৪ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রের কাছে ১৯টি রাজ্যের কাছে সামগ্রী খরচের জন্য ৫৪৫০ কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি বকেয়া পশ্চিমবঙ্গের কাছে রয়েছে যা ২০২১-২২ এবং ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ২৬৮৫ কোটি টাকা পরিশোধ করা হয়নি। কেন্দ্রের কাছে অন্ধ্র প্রদেশের প্রায় ৭০০ কোটি বকেয়া রয়েছে। কর্নাটকের ৩৪১ কোটি এবং মধ্যপ্রদেশের ৩০০ কোটি পাওনা রয়েছে। এই বস্তুগত ব্যয়ের মধ্যে সহকর্মী / সুপারভাইজারদের মজুরিও অন্তর্ভুক্ত রয়েছে যারা এই প্রকল্পের ফ্রন্টলাইন মনিটর। ঘাটতি মেটাতে অর্থ মন্ত্রকের কাছে বাড়তি অর্থ চেয়ে পাঠিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct