আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশে নাম পরিবর্তনের প্রক্রিয়া থামছে না। বিজেপি সরকারে রেল স্টেশন, শহর, রাস্তা ও মোড়ের নাম পরিবর্তনের প্রক্রিয়া চলছে। উত্তরপ্রদেশের আরও দুটি জায়গার নাম পরিবর্তন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাসতালুক গোরখপুর জেলার একটি গ্রামের নামও। ইতিমধ্যে নাম পরিবর্তনের সরকারি অনুমোদনও মিলেছে। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গোরখপুর জেলার নগরপালিকা পরিষদ মান্দেরা বাজারের নাম পরিবর্তন করে ‘চোরি চোরা’ করা হয়েছে এবং দেওরিয়া জেলার তেলিয়া আফগান গ্রামের নাম পরিবর্তন করে ‘তেলিয়া শুক্লা’ করা হয়েছে। রাজ্য সরকারের সুপারিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দুটি নাম পরিবর্তন করতে সম্মত হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অনুমোদনপত্র জারি করা হয়েছে। উল্লেখ্য, চোরি চোরা এবং নগর পঞ্চায়েত মান্দেরা বাজারের প্রধান বাজারের নাম পরিবর্তন করে চোরি চোরা করার প্রস্তাবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রাজি হয়েছেন। অন্যদিকে, বিজেপি নেতারা বহুদিন ধরেই দেওরিয়া জেলার ব্রহজ তহসিলের তেলিয়া আফগান গ্রামের নাম বদলাতে চাইছিল। রাজস্ব নথিতে থাকা তেলিয়া আফগান গ্রাম এবার থেকে পরিচিত হবে তেলিয়া শুক্লা নামে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct