আপনজন ডেস্ক: হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মিয়ানমারের সীমান্তে ভারতের শেষ লংওয়ার গ্রামের মানুষরা ভারতে খেয়ে মিয়ানমারে ঘুমাতে যান। এমন বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী লংওয়া গ্রাম। নাগাল্যান্ডের মন জেলার অন্যতম বড় গ্রাম লংওয়া। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই গ্রাম ঘিরে জনমানসে আগ্রহের সীমা নেই। এই গ্রামের বুক চিরেই গেছে ভারত ও মিয়ানমারের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত। অর্থাৎ, গ্রামের এক দিকটি ভারতের, অপর প্রান্তটি মিয়ানমারের। এই গ্রামের বাসিন্দারা উভয় দেশেরই নাগরিকত্ব পান। এক দেশ থেকে অন্য দেশে গেলে ভিসা লাগে। তবে এই গ্রামের ক্ষেত্রে সেটির কোনো দরকার পড়ে না। অনায়াসে যখন খুশি ওই গ্রামের বাসিন্দারা সীমান্ত পেরিয়ে অবাধে যাতায়াত করতে পারেন। এই গ্রামের প্রধান যিনি, তার বাড়ির মধ্যে দিয়েই গিয়েছে আন্তর্জাতিক সীমানা। বলা হয়ে থাকে, গ্রামের প্রধান যে ঘরে খান, সেটি ভারতের মধ্যে পড়ে। আর যে ঘরে ঘুমান, সেটি মিয়ানমারের মধ্যে পড়ে! শুধু গ্রামের প্রধানই নন। অনেক গ্রামবাসীর বাড়ির মধ্যে দিয়েও গিয়েছে আন্তর্জাতিক সীমান্ত। যার ফলে তাদের রান্নাঘর এক দেশে। আর শোয়ার ঘর অন্য দেশে পড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct