অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চে তরফে পদযাত্রা ও পথসভা বালুরঘাটে। মূলত শিক্ষা বাঁচাও- পশ্চিমবঙ্গ বাঁচাও এই স্লোগান তুলে সোমবার বালুরঘাটের আর্য সমিতি ময়দানে এই পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়। দুর্নীতি- রাজনীতি- তোষণ - বঞ্চনা মুক্ত এবং কর্মসংস্থান যুক্ত শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে এদিন শিক্ষক অধ্যাপক ছাত্র যুবরা জেলা প্রশাসনের দফতরের সামনে এই সমাবেশে শামিল হন। জানা গিয়েছে, শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চে তরফে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় পথসভা ও পদযাত্রা চলছে। তারই অঙ্গ হিসেবে এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এ বিষয়ে শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চে তরফে এক ব্যক্তি জানান, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি সংগঠিত দুর্নীতি। বাংলার গোটা শিক্ষা দপ্তর আর জেলে বসে আছে। গোটা দেশে অন্যান্য রাজ্যে যেখানে ৩৮ শতাংশ ডিএ পাচ্ছে সরকারি কর্মচারীরা, সেখানে বাংলায় মাত্র ৩ শতাংশ ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। প্রায় ৩৫ শতাংশ পার্থক্য রয়েছে। ২০১৩ সালের পর থেকে যতগুলো শিক্ষক নিয়োগ হয়েছে, সবগুলোই দুর্নীতিতে ভরা। তাই সংগঠিতভাবে বাংলার শিক্ষা ও সংস্কৃতিকে বাঁচাতে; আগামী দিনে বাংলাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ছাত্র, যুব, শিক্ষক, অধ্যাপক সকলে মিলে এই মঞ্চ তৈরি করা হয়েছে। আমাদের আগামী ৬ জানুয়ারি শিলিগুড়িতে একটি বড় ধরনের সমাবেশ রয়েছে এবং ১০ জানুয়ারি কলকাতায় সমাবেশ রয়েছে।