সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: অনুব্রত মন্ডলের বিরুদ্ধে শিবঠাকুর মন্ডলের দায়ের করা অভিযোগ ও তার পরিপেক্ষিতে আদালতের অর্ডারের সার্টিফাইড কপি পাবে ইডি। সোমবার এমনই নির্দেশ দিল দুবরাজপুর আদালত। প্রসঙ্গত, বেশ ক’দিন আগেই সব রকমের সার্টিফাইড কপি পাওয়ার জন্য ইডি দুবরাজপুর আদালতে আবেদন জানান। দীর্ঘ শুনানি শেষে বিচারক সার্টিফাইড কপি ইডিকে দেওয়ার নির্দেশ দিলেন। শুনানির শুরুতেই যেহেতু ইডি কেন সার্টিফাইড কপি চাইছেন তার প্রকৃত কারণ আবেদনে উল্লেখ নেই ও এফিডেবিট দেওয়া হয়নি। তাইকপি দেওয়ার বিরোধিতা করেন সরকারি আইনজীবী রাজেন্দ্রপ্রসাদ দে। পালটা ইডির আইনজীবী তপন সাহানা সার্টিফাইড কপি চান।
বিচারক সার্টিফাইড কপি দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য,বীরভূম জেলার ই দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান শিব ঠাকুর মন্ডল দুবরাজপুর থানায় অভিযোগ করেন যে তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দুবরাজপুর দলীয় কার্যালয়ে ডেকে পাঠিয়ে তার গলা টিপে খুনের চেষ্টা করে। এনিয়ে রাজনৈতিক ভাবে চলছে তরজা।যেদিন দিল্লির রাউস এ্যাভিনিউ আদালতে অনুমতি দেন যে,অনুব্রত মন্ডল কে দিল্লি নিয়ে গিয়ে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে।ঠিক তখনই শিব ঠাকুর মন্ডল দুবরাজপুর থানায় মামলা দায়ের করেন অনুব্রত মন্ডলের বিরুদ্ধে। পরদিনই দুবরাজপুর থানার পুলিশ আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রত মন্ডল কে নিয়ে আসে এবং দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবার ফের দুবরাজপুর আদালতে তোলার নির্ধারিত দিন রয়েছে। উল্লেখ্য অনুব্রত মণ্ডলকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দানের পরেই দুবরাজপুর মামলার সমস্ত তথ্য চেয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি । কিন্তু ইডি সমস্ত তথ্য চাইলেও “তৃতীয় পক্ষ” কে কোনো তথ্য না দেওয়ার আর্জি জানান সরকারি পক্ষের আইনজীবী।কারণ হিসেবে বলা হয় ইডি এই মামলার থার্ড পার্টি, তাই তাদেরকে মামলা সংক্রান্ত সমস্ত নথি দিলে তদন্ত প্রভাবিত হতে পারে । এরপরেই শিব ঠাকুরের এই মামলার কাগজ দেওয়া হবে কি হবে না? সেই নিয়ে পুলিশ ও ইডির মধ্যে শুরু হয়ে যায় দড়ি টানাটানি । অবশেষে সোমবার সেই দড়ি টানাটানির ইতি টানলো দুবরাজপুর আদালত । সরকারি আইনজীবীর নথিপত্র না দেওয়ার যুক্তিকে কার্যত খারিজ করে মামলা সংক্রান্ত সমস্ত নথিপত্র দেওয়ার নির্দেশ দিলেন দুবরাজপুর আদালত । এছাড়াও আদালতের তরফ থেকে বলা হয় যে, “ ইডিও তদন্তকারী সংস্থা, তাই এখানে তদন্ত প্রভাবিত হবার কোন সম্ভাবনা নেই”।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct