আজাহার উদ্দিন, আরামবাগ, আপনজন: হুগলি জেলার আরামবাগ পৌরসভার উদ্যোগে সোমবার ঈদগা জুবিলী ময়দানে আরামবাগ উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হল। এদিন পৌরসভার উদ্যোগে একটা শোভাযাত্রা বের হয়,আনুষ্ঠানিকভাবে আরামবাগ উৎসব সূচনা করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ্ব সেখ মেহবুবু রহমান। এছাড়া ও উপস্থিত ছিলেন এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পুরসভার কাউন্সিলর সহ আরামবাগ শহরের বিশিষ্টজনেরা। প্রতিদিন সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে। বিভিন্ন নামি দামি শিল্পীরা এ অনুষ্ঠানে আসবেন। এই মেলা চলবে সপ্তাহব্যাপী আরামবাগ উৎসবকে কেন্দ্র করে প্রচুর মানুষ যোগদান করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct