আপনজন ডেস্ক: বড়দিনের আগে শনিবার দিনভর একগুচ্ছ বর্ণাঢ্য অনুষ্ঠানে মাতল কালিয়াচকের ঐতিহ্যবাহী একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুল তারবিয়াহ কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। আলাদা ধরনের অনুষ্ঠান দেখতে পেয়ে খুশি ছাত্র ছাত্রী অভিভাবক থেকে বিশিষ্টজনেরা। একাধিক প্রদর্শনীর আয়োজন ছিল। পড়ুয়ারা যেমন ফোর্সের অস্ত্র শিক্ষার ধারণা ও পাঠ নিল ও ফোর্সের কাজ , সার্ভিস সম্পর্কে ধারণা হল । এদিকে তেমনই নিজেদের তৈরি হাতের কাজ, বিজ্ঞান মডেলের প্রদর্শনীতে অংশ নিল। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় প্রায় ৩০০/৪০০ পড়ুয়া অনুষ্ঠানে অংশ নেয়। পড়ুয়াদের মধ্যে থেকেই বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সঞ্চালনা করে সংশ্লিষ্ট ছাত্র ছাত্রীরা নজর কাড়ে। কালিয়াচকের ঐতিহ্যবাহী তারবিয়াহ কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এবার নবম বর্ষে পদার্পণ করল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজনে সুজাপুরের জালালপুরের ডাঙ্গা এলাকায় উপস্থিতি ও উৎসাহ নজর কাড়ে। অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন ইটাহারের বিধায়ক তথা রাজ্য দফতরের এমএসএমই ভাইস চেয়ারম্যান মোসারফ হোসেন, তারবিয়াহ কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আজিজুর রহমান, বৈষ্ণবনগর ৭০ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন-এর ডিসি সুখবীর সিংহ, ডিএসপি( ডিএনটি) আজহারুদ্দিন খান, কালিয়াচক কলেজের অধ্যক্ষ নজিবর রহমান, স্কুলের প্রিন্সিপাল ইরফান মুস্তাকিম, প্রমুখ। এদিন বিএসএফ জওয়ানরা অস্ত্রশিক্ষার পাঠ দেয়। পড়ুয়ারা নিজেদের হাতে কলমে ফোর্সের কাজ ও বিভিন্ন অস্ত্রের পাঠ ও ফোর্সের সার্ভিস নিয়ে সম্মক জ্ঞান অর্জন করে অনেকটা খুশি। বৈষ্ণবনগর ৭০ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন-এর ডিসি সুখবীর সিংহ জানান, ‘পড়ুয়াদের মধ্যে অস্ত্র সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে আমরা বিভিন্ন অনুষ্ঠান প্রদর্শন করে থাকি। তারা বুঝতে পারবে ফোর্সের কাজ। এছাড়াও ফোর্সে যুক্ত হবেন ছাত্র ছাত্রীরা আশাপ্রকাশ করেন। এদিন তারবিয়াহ কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ডাকে আমরা হাজির হয়েছি। আসলে পড়ুয়াদের দেশরক্ষার কাজে উদ্বুদ্ধ করা ও ফোর্সের ধারনা ও জনসংযোগ হয়।’ ইটাহারের বিধায়ক তথা রাজ্য শিল্প নিগমের ভাইস চেয়ারম্যান মোসারফ হোসেন জানান, ‘খুব ভাল অনুষ্ঠান আমরা দেখলাম এবং উপভোগ করলাম। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের ধারণা দেওয়ার উচিৎ এবং তা পুঙ্খানুপুঙ্খ করে চলেছে তারবিয়াহ কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল।’ তিনি আরও জানান, ‘রাজ্য ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোগের অধীনে স্মল ইনডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড একাধিক কাজ করে চলেছে। আমাদের রাজ্যে কয়েকশো একর জমি পড়ে রয়েছে। আমরা সেখানে শিল্প হাব এবং পার্ক করে দিচ্ছি। রাজ্য বিভিন্নভাবে সাহায্য করছে। মালদাতেও একটি সিল্ক পার্ক করা হয়েছে। এইভাবে গোটা রাজ্য জুড়ে বিপ্লব ঘটানো হচ্ছে।’ এদিন রোবোটিক শো, মোটিভেশনাল স্পিচ, থিম, ডান্স, মাইম, বাংলা, ইংরেজী, হিন্দি, আরবী ভাষার ওপর নাটক পরিবেশন করা হয়। তারবিয়াহ কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, আমাদের উদ্দেশ্য মহৎ। ছাত্র ছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক চেতনা ও মূল্যবোধ গঠন, অভিভাবক ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একত্রে জমায়েত ও মিলন উৎসব সহ একগুচ্ছ বার্তা দেওয়া হয়। একগুচ্ছ অনুষ্ঠান অনেক বার্তা একটা শিক্ষা ও সাংস্কৃতিক মহা মিলন উৎসব বলা যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct