আপনজন ডেস্ক: পশ্চিমারা রাশিয়াকে ‘বিচ্ছিন্ন’ করতে চায় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রুশ সম্প্রচারমাধ্যম রসিয়া-১ টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ইউক্রেনের খারকিভ এবং জাপোরিঝিয়া অঞ্চলে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন মন্তব্য এল। পুতিন বলেছেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গেই আলোচনায় প্রস্তুত। কিন্তু এটি গ্রহণ করা না করা তাদের ব্যাপার, আমরা যারা আলোচনা করতে অস্বীকার করছি না, তাদের ব্যাপার নয়।’ পুতিন আরো বলেছেন, ‘প্রকৃতপক্ষে, এখানে আমাদের ভূ-রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশ্য হলো রাশিয়াকে ভেঙে ফেলা, বিশেষ করে ঐতিহাসিক রাশিয়াকে ভেঙে ফেলা।’ এ সময় তিনি উল্লেখ করেন যে, রাশিয়া এবং ইউক্রেনের মানুষ ঐতিহাসিকভাবেই একই সংস্কৃতি লালন করে এবং প্রতিপক্ষ এ ঐক্য ভেঙে ফেলতে চায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct