আপনজন ডেস্ক: মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি মুদ্রা ও পাণ্ডুলিপির প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গত ২১ ডিসেম্বর ‘ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন’-এর সহযোগিতায় চার দিনব্যাপী এই প্রদর্শনের আয়োজন করে সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি (কেএপিএল)। খবর আরব নিউজ-এর। আইসিইএসসিওর প্রধান পরিচালক সালেম বিন মুহাম্মদ আল-মালিক এ আয়োজনটি উদ্বোধন করেন। আইসিইএসসিওর মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম দেশগুলোর ৫৮ প্রতিনিধি। সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরির প্রধান পরিচালক প্রিন্স বান্দার আল মুবারক বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে লাইব্রেরির সবচেয়ে গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি ও মুদ্রা প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে মুসলিম দেশগুলোর প্রাচীন ইতিহাস প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, প্রদর্শনীতে বিভিন্ন মুসলিম দেশ থেকে সংগৃহীত দুর্লভ ৫০টি মুদ্রা ছাড়াও সোনা, রুপা ও ব্রোঞ্জের মুদ্রা রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct