আপনজন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের মিন্দানাওয়ে ভয়াবহ বন্যায় প্রাণহানীর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ আছেন আরো ১৯ জন। ফিলিপাইনের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা গত এক সপ্তাহের প্রবল বর্ষণে মিন্দানাওয়ের নদী-নালা ও অন্যান্য জলাশয়ে পানি বাড়ছিল। শেষে গতকাল রোববার বন্যা শুরু হয় দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় গ্রাম ও শহরগুলোতে। মিন্দানাওয়ের মিসামিস অক্সিডেন্টাল প্রদেশের গভর্নর হেনরি ওয়ামিনাল এএফপিকে জানান, রাজধানী ওরোকুইয়েটাসহ প্রদেশের অধিকাংশ গ্রাম ও শহর বানের জলে তলিয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct