সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে স্কুলে গ্রুপ ডির চাকরির অভিযোগ ওঠায় সংবাদমাধ্যম যেতেই মুখ লুকালেন তৃণমূলের বুথ সভাপতি। চাকরির পরীক্ষায় ওএমআর শিট জমা দিয়েছিলেন। ফাঁকা ওএমআর শিট দিয়ে কী আর চাকরি মেলে? মেলে না। কিন্তু বাঁকুড়া এক নম্বর ব্লকের পাতালখুরি গ্রামের বাসিন্দা আদেশ কুমার চ্যাটার্জীর ব্যাপারই আলাদা। বাঁকুড়ার বিকনা ক্ষিরোদ প্রসাদ স্মৃতি বিদ্যাপীঠে তিনি দিব্যি গ্রুপ ডি পদে চারি করে আসছেন। অভিযোগ, তৃণমূলের প্রভাবশালী নেতা বলেই তার পক্ষে এটি সম্ভব হয়েছে। ওই নেতা পাতালখুরি গ্রামের শাসক দলের বুথ সভাপতি।সম্প্রতি আদালতের নির্দেশে ফাঁকা ও এম আর জমা দিয়ে স্কুলে চাকরি পাওয়া গ্রুপ ডি কর্মীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় চার নম্বরে জ্বলজ্বল করছে আদেশ কুমার চ্যাটার্জীর নাম। আদেশ কুমার চ্যাটার্জীর ওএমআরশিটও প্রকাশ করেছে কমিশন। সেই শিটে দেখা যাচ্ছে আদেশ কুমার চ্যাটার্জী মাত্র একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। বাকি প্রশ্নের উত্তর লেখেননি। অথচ নম্বর প্রাপ্তির ক্ষেত্রে তাঁকে নিরাশ করেনি কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী তাঁর প্রাপ্ত নম্বর ৪৩। কীভাবে এটা সম্ভব? স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী শাসক দলের নেতা হওয়ায় এবং ঠিকমতো জায়গায় মোটা অঙ্কের টাকা দেওয়াতেই আদেশ কুমার চ্যাটার্জীর খাতায় এমন কেরামতি দেখানো সম্ভব হয়েছে। স্কুল সূত্রে জানা গেছে আদেশ কুমার চ্যাটার্জী বছর পাঁচেক আগে স্কুলে গ্রুপ ডি পদে যোগ দেন। গত শুক্রবারও তিনি স্কুলে গিয়েছিলেন। স্কুলের দাবি আদেশ কুমার চ্যাটার্জীর নিয়োগ সংক্রান্ত কোনো বেনিয়মের বিষয় এখনো পর্যন্ত তাঁদের জানানো হয়নি। তৃনমূলের দাবী আদেশ কুমার চ্যাটার্জী তাঁদের দলের সক্রিয় কর্মী। দলের তরফে সম্প্রতি তাঁকে বাঁকুড়া এক নম্বর ব্লকের সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়। তবে তাঁর নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে মুখ খুলতে চাননি তৃণমূলের কোনো নেতা। আদেশ কুমার চ্যাটার্জীর খোঁজে এদিন সংবাদমাধ্যম হাজির হয়েছিল পুয়াবাগানে থাকা তাঁর বইয়ের দোকানে। দোকানে তিনি ছিলেন কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই তিনি লুকিয়ে পড়েন দোকানের গোপন কক্ষতে। বারবার ডেকেও তিনি আর সাড়া দেননি। আদেশ কুমার চ্যাটার্জীর ভাই দোকানে দাদার উপস্থিতি লুকানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেন। আদেশ কুমার চ্যাটার্জীর নিয়োগ নিয়ে তাঁর ভাই মুখ খুলতে চাননি। তবে আদেশ কুমার চ্যাটার্জী যে তৃণমূলের নেতা তা কার্যত স্বীকার করে নিয়েছেন তাঁর ভাই। আপনজন: ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে স্কুলে গ্রুপ ডির চাকরির অভিযোগ ওঠায় সংবাদমাধ্যম যেতেই মুখ লুকালেন তৃণমূলের বুথ সভাপতি। চাকরির পরীক্ষায় ওএমআর শিট জমা দিয়েছিলেন। ফাঁকা ওএমআর শিট দিয়ে কী আর চাকরি মেলে? মেলে না। কিন্তু বাঁকুড়া এক নম্বর ব্লকের পাতালখুরি গ্রামের বাসিন্দা আদেশ কুমার চ্যাটার্জীর ব্যাপারই আলাদা। বাঁকুড়ার বিকনা ক্ষিরোদ প্রসাদ স্মৃতি বিদ্যাপীঠে তিনি দিব্যি গ্রুপ ডি পদে চারি করে আসছেন। অভিযোগ, তৃণমূলের প্রভাবশালী নেতা বলেই তার পক্ষে এটি সম্ভব হয়েছে। ওই নেতা পাতালখুরি গ্রামের শাসক দলের বুথ সভাপতি।
সম্প্রতি আদালতের নির্দেশে ফাঁকা ও এম আর জমা দিয়ে স্কুলে চাকরি পাওয়া গ্রুপ ডি কর্মীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় চার নম্বরে জ্বলজ্বল করছে আদেশ কুমার চ্যাটার্জীর নাম। আদেশ কুমার চ্যাটার্জীর ওএমআরশিটও প্রকাশ করেছে কমিশন। সেই শিটে দেখা যাচ্ছে আদেশ কুমার চ্যাটার্জী মাত্র একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। বাকি প্রশ্নের উত্তর লেখেননি। অথচ নম্বর প্রাপ্তির ক্ষেত্রে তাঁকে নিরাশ করেনি কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী তাঁর প্রাপ্ত নম্বর ৪৩। কীভাবে এটা সম্ভব? স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী শাসক দলের নেতা হওয়ায় এবং ঠিকমতো জায়গায় মোটা অঙ্কের টাকা দেওয়াতেই আদেশ কুমার চ্যাটার্জীর খাতায় এমন কেরামতি দেখানো সম্ভব হয়েছে। স্কুল সূত্রে জানা গেছে আদেশ কুমার চ্যাটার্জী বছর পাঁচেক আগে স্কুলে গ্রুপ ডি পদে যোগ দেন। গত শুক্রবারও তিনি স্কুলে গিয়েছিলেন। স্কুলের দাবি আদেশ কুমার চ্যাটার্জীর নিয়োগ সংক্রান্ত কোনো বেনিয়মের বিষয় এখনো পর্যন্ত তাঁদের জানানো হয়নি। তৃনমূলের দাবী আদেশ কুমার চ্যাটার্জী তাঁদের দলের সক্রিয় কর্মী। দলের তরফে সম্প্রতি তাঁকে বাঁকুড়া এক নম্বর ব্লকের সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়। তবে তাঁর নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে মুখ খুলতে চাননি তৃণমূলের কোনো নেতা। আদেশ কুমার চ্যাটার্জীর খোঁজে এদিন সংবাদমাধ্যম হাজির হয়েছিল পুয়াবাগানে থাকা তাঁর বইয়ের দোকানে। দোকানে তিনি ছিলেন কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই তিনি লুকিয়ে পড়েন দোকানের গোপন কক্ষতে। বারবার ডেকেও তিনি আর সাড়া দেননি। আদেশ কুমার চ্যাটার্জীর ভাই দোকানে দাদার উপস্থিতি লুকানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেন। আদেশ কুমার চ্যাটার্জীর নিয়োগ নিয়ে তাঁর ভাই মুখ খুলতে চাননি। তবে আদেশ কুমার চ্যাটার্জী যে তৃণমূলের নেতা তা কার্যত স্বীকার করে নিয়েছেন তাঁর ভাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct