নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: দিলীপ ঘোষ নিজেকে স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাবছেন। ওনার কথার কোন গুরুত্ব নেই, বলে কটাক্ষ করলেন কুনাল ঘোষ। পার্ক স্ট্রিটে বড়দিনে ভিড় হওয়া প্রসঙ্গে রাজ্য সরকার ও প্রশাসনকে দিলীপ ঘোষ কটাক্ষ করেন। তার পাল্টা প্রতিক্রিয়া জানাতে গিয়ে কুনাল ঘোষ বলেন, দিলীপবাবু নিজের দলে গুরুত্বহীন । এখন কোণঠাসা। সোমবার নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেতা কুনাল ঘোষ। ধর্ম যার যার, উৎসব সবার। রাজনীতি যার যার উৎসব সবার। বিজেপি নেতার পক্ষ থেকে পঁচিশে ডিসেম্বর এর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর দরুন সৌজন্য রক্ষা করতে হাজির হয়েছিলেন কুনাল ঘোষ। সাক্ষাৎ হল বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গেও। এই সৌজন্য রক্ষা নিয়েই জল্পনা রাজনৈতিক মহলে। তবে কি কুনাল ঘোষ বিজেপিতে যাচ্ছেন ? উত্তর এড়ালেন কুনাল। চীনে লাফিয়ে লাপিয়ে বাড়ছে করোনা। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। ভিড় এড়িয়ে চলা, মুখে মাস্ক পড়ার মতো বিষয়গুলি ফের শুরু করার পক্ষেই সায় দিয়েছেন বিশেষজ্ঞরা।
এরপরেও ২৫শে ডিসেম্বর শহর কলকাতার পার্ক স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে যেভাবে উৎসবমুখী মানুষ ভিড় জমিয়েছেন ,তাতে প্রশাসন এর নির্বাক হয়ে থাকা নিয়ে সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের সরব হওয়াকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ। কুনাল ঘোষের মতে, দিলীপ ঘোষ দলে কোণঠাসা হয়ে, গুরুত্ব হারিয়েছেন। তাই উনি প্রচারের আলোয় উঠে আসতে চাইছেন। দিলীপ ঘোষ নিজেকে স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাবছেন। উনার কথার কোন গুরুত্ব নেই, বলে এদিন কটাক্ষ করলেন কুনাল ঘোষ। পাশাপাশি তিনি এও দাবি করেন, রাজ্য সরকার ও তার পুলিশ প্রশাসন যেভাবে উৎসবের দিনগুলিতে ক্রাউড ম্যানেজমেন্ট করেছেন তার জন্য তাদের অভিনন্দন জানানো উচিত। কলকাতা পুলিশ প্রশংসা মূলক কাজ করেছে দাবি কুনাল ঘোষের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct