নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বন্ধ হয়ে গেল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প। দেশের ৮০কোটি মানুষ এখন থেকে বঞ্চিত হবে বিনামূল্যে এই প্রকল্প থেকে অন্ন পাওয়া থেকে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা ।প্রায় দু বছর ধরে চলা এই প্রকল্প এবার বন্ধ হল। এর ফলে প্রতিমাসে বিনামূল্যে ৫ কিলো করে গম আর দরিদ্র পরিবার গুলি পাবেন না। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এবার থেকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে দেশের দরিদ্র মানুষরা চাল এবং গম বিনামূল্যে পাবেন। ৮১.৩৫ কোটি মানুষ এই বিশেষ সুবিধা পাবেন । যারা এতদিন অন্নদাতা যোজনার অধীনে ২১ কেজি চাল ও ১৪ কেজি গম পেতেন, তারা এটা বিনামূল্যে পাবেন। বাকিরা বিনামূল্যে ৫ কেজি করে শস্য পাবেন। পীযূষ গোয়েলের দাবি, খাদ্য নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার দু লক্ষ কোটি টাকা ভর্তুকি দেয়, তাই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। করোনা সময়কালে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা ছিল এমন একটি প্রকল্প যাতে দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হতো। বর্তমানে দেশে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের মধ্যে এই প্রকল্প জনপ্রিয়তা পাওয়ার জন্য কেন্দ্র চালু করেছিল সেই সময়। এ বিষয়ে রেশন ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, করোনা কালে গত আড়াই বছর যাবৎ কেন্দ্র সরকার যে সুবিধা দিতো তা বন্ধ করে দিয়ে দেশের ৮০ কোটি মানুষকে অতি বড় ধোকা দিল মোদি সরকার। ২ লক্ষ কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করলেও, তার দাবি এক লক্ষ ৭০হাজার কোটি টাকা বাঁচিয়ে রাখার জন্য এই বিনামূল্যে প্রকল্প বন্ধ করে দিল মোদি সরকার । তাদের দাবি, অবিলম্বে এই বিনামূল্যে রেশন প্রকল্প চালু করতে হবে। এর পাশাপাশি চালাতে হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা প্রকল্প ।কারণ এখনো করোনা শেষ হয়নি। নতুন করে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে ।আর সেই সময কেন্দ্রের গরিব মানুষদের ওপর এই আঘাত যথেষ্ট বেদনায়কদায়ক বলেই দাবি তার। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,যখন নতুন করে করনার প্রকোপ দেশে চোখ রাঙাচ্ছে, যখন রাজ্যগুলিকে নতুন করে করোনার বিরুদ্ধে একাধিক বিধিনিষেধ আরোপ করার জন্য নতুন করে কেন্দ্র থেকে প্রতিনিয়ত নির্দেশ পাঠানো হচ্ছে, সেই সময় এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা দেশের গরীব মানুষের ওপর নামিয়ে আনল এক বড় আঘাত ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct