সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্যের দুর্নীতি দমন শাখাকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিল নবান্ন। সূত্রের খবর, বেশ কয়েকজন বিএলআরও’দের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ পেয়েছে নবান্ন। সেই অভিযোগের ওপর ভিত্তি করেই কড়া অবস্থান নিয়েছে নবান্ন। জানা গিয়েছে, লাগাতার চলবে এই বিশেষ অভিযান।জমি মিউটেশন হোক বা খনি, ইটভাটা- বিভিন্ন ক্ষেত্রে কমেছে সরকারের আয়। আরও অভিযোগ, একাধিক সরকারি জমির চরিত্র বদল হচ্ছে। এতে বিএলআরও’দের কোনও ভূমিকা আদৌ আছে কি না, তা খতিয়ে দেখবে রাজ্যের দুর্নীতি দমন শাখা। সম্প্রতি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিশেষ ভার্চুয়াল বৈঠক করেছিলেন জেলার আধিকারিকদের নিয়ে। সেখানেই উঠে আসে ভূমি এবং ভূমি রাজস্ব দফতর এবং এই দফতরের অন্তর্ভুক্ত বিএলআরও প্রসঙ্গ। বেশ কিছু জেলার প্রতি উষ্মা প্রকাশ করেন মুখ্যসচিব। তাঁর প্রশ্ন, ইটভাটা সংক্রান্ত তথ্য নির্দিষ্ট পোর্টালে ওঠেনি কেন?এর আগে পুরুলিয়া সফরে গিয়ে বিএলআরও নিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তারপর থেকেই বিশেষ নজরদারি চালাচ্ছিল দুর্নীতি দমন শাখা। সম্প্রতি সেই নজরদারিতে আরও বেশি জোর দেওয়া হয়েছে। ভার্চুয়াল বৈঠকে মুখ্যসচিব এদিন জেলাগুলিকে সতর্ক করে বলেন, একাধিক অভিযোগ আসছে। বিএলআরও’দের প্রতি বিশেষ নজর দেওয়া হোক। তিনি আরও বলেন, বিশেষ তৎপর হয়েছে দুর্নীতি দমন শাখা। নেওয়া হয়েছে ‘জিরো টলারেন্স’ নীতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct